হাইলাকান্দি ক্লাব পরিদর্শনে রোটারি ডিস্ট্রিক্ট ৩২৪০ এর গভর্নর সুখমিন্দর সিং
বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : মানব সেবায় ব্রতী রয়েছে রোটারি ইন্টারন্যাশনাল। পালস পোলিও থেকে শুরু করে পিচ পড়া অঞ্চলে রোটারিয়ানরা জনকল্যাণে তৎপর রয়েছেন। তবে এই কাজকে আরও জনমুখী করে তুলতে আহ্বান জানালেন রোটারি ডিস্ট্রিক্ট ৩২৪০ এর গভর্নর সুখমিন্দর সিং। গত শুক্রবার সন্ধ্যায় তিন বরাক উপত্যকার ক্লাব গুলো পর্যবেক্ষণ করতে এসে তিনি হাইলাকান্দি ক্লাবের সদস্যদের সাথে এক গুরুত্বপূর্ণ সভায় মিলিত হন।এব্যাপারে ক্লাব সভাপতি বিভাভূষণ চক্রবর্তী জানান, এদিন সুদূর বর্ধমান থেকে শিলচর হয়ে ডিস্ট্রিক্ট গভর্নর সুখমিন্দর সিং সহ সহধর্মিণী সুমিতা কোওর হাইলাকান্দিতে আসলে শহরের প্রবেশ পথে রোটারি ট্রাইঙ্গেলে তাদের স্বাগত জানান ক্লাব সদস্যরা। উনার সাথে করিমগঞ্জ থেকে জোন – ১৫ এর আ্যসিটেন্ট গভর্নর ডাঃ অরুনাভ চৌধুরী, শিলচর থেকে প্রাক্তন এজি চিরঞ্জিৎ ঘোষ কে ও স্বাগত জানানো হয়।

পরবর্তীতে ডিস্ট্রিক্ট গভর্নর সহ সফররত অতিথিদের সংবর্ধনা জানানো হয়।ডিস্ট্রিক্ট গভর্নর হাইলাকান্দি ক্লাবের কাজকর্মের পর্যালোচনা করেন এবং আগামীতে জন স্বার্থে আরও প্রকল্প গ্রহণ করতে পরামর্শ দেন। ক্লাব সদস্যদের ডিস্ট্রিক্ট গভর্নর আন্তর্জাতিক স্তরে রোটারি ক্লাব যেসব কাজ করে যাচ্ছে সেই ধারা স্থানীয় ভাবে ও কিভাবে করা যায় এনিয়ে পরামর্শ দেন। তিনি বিগত দিনে যেভাবে হাইলাকান্দি রোটারি ক্লাব স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, সচেতনতা, খেলাধূলা, প্রকৃতি ইত্যাদি বিষয়ে কাজ করেছে এই ধারা আগামী দিনে ও চালিয়ে যেতে পরামর্শ দেন। পাশাপাশি তিনি শিলচর এর বিভিন্ন ক্লাবের কাজের ও প্রশংসা করেন।

এদিন ক্লাবের পক্ষ থেকে সভাপতি বিভাভূষণ চক্রবর্তী ও সম্পাদক ইন্দ্রনীল চক্রবর্তী ক্লাবের রেকর্ড পত্র তুলে ধরেন।পরবর্তীতে ডিস্ট্রিক্ট গভর্নর সুখমিন্দর সিং, ফাস্ট লেডি সুমিতা কোওর, এজি অরুনাভ চৌধুরী, প্রাক্তন এজি চিরঞ্জিৎ ঘোষকে সংবর্ধনা জানান ক্লাব সদস্যরা।এদিন ক্লাবের পক্ষ থেকে সভাপতি বিভাভূষণ চক্রবর্তী, সম্পাদক ইন্দ্রনীল চক্রবর্তী, সদ্য প্রাক্তন সভাপতি বিজয়িনী ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি কানাইয়া সারদা,প্রাক্তন সভাপতি অসিত কুমার পাল, প্রাক্তন সভাপতি শংকর চৌধুরী, পরবর্তী সভাপতি ত্রিদিবেশ চক্রবর্তী, পরবর্তী সম্পাদক কামাল হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
