হনুমান জয়ন্তীতে দেশে রামরাজ্য প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব হিন্দু পরিষদের

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : পাথারকান্দিরর বুবরিঘাটে হনুমান জয়ন্তী উৎসবে দেশে রামরাজ্য প্রতিষ্ঠার আহ্বান জানালেন বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ অসম প্রান্তের গোরক্ষা প্রমুখ পঙ্কজ শ্যাম। মঙ্গলবার তিনি পাথারকান্দি বুবরিঘাট হনুমান জয়ন্তী উৎসব উদযাপন অনুষ্ঠানে  সনাতন হিন্দু ধর্মের সুন্দরতা ও বিশালতার কথা বিস্তারিত আলোচনা করেন। বলেন, রামায়ণে সঙ্কট মোচন হনুমানজি সৃষ্টির কল্যাণ এবং অসুর দমনে যে ভূমিকায় দেখতে পাওয়া যায় সেখান থেকে সমাজকে অনেক কিছু শিক্ষা নিতে হবে।ধর্ম মানুষকে সুশৃঙ্খল জীবন যাপনে উদ্বুদ্ধ করে।যুবসমাজকে সুস্থ জীবন যাপনে অভ্যস্ত করে তুলে। নিজের শারীরিক এবং চারিত্রিক উত্তরণের জন্য বজরংবলীর জীবনী অধ্যয়ন করা একান্ত আবশ্যক বলে তিনি জানান।

হনুমান জয়ন্তীতে দেশে রামরাজ্য প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব হিন্দু পরিষদের

দেশের ভাগ্য নির্ধারণে শারীরিক এবং চারিত্রিক দিক দিয়ে সুসংগঠিত যুবসমাজই শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। এবারের এই লোকসভা নির্বাচনেও মা ভারতীর ভাগ্য নির্ধারণে যুব সমাজকে বলিষ্ঠ ভূমিকা পালনে এক সুবর্ণ সুযোগ তৈরী করে দিয়েছে। এই ভোট উৎসবে ক্ষমতার স্বাদ পেতে স্বার্থানেষী দেশ বিরোধী শক্তি ওৎ পেতে বসে আছে। এদের বিষ দাঁত ভেঙে দিয়ে রাষ্ট্রবাদী শক্তিকে যাতে ক্ষমতায় বসানো যায় দেশভক্ত নাগরিকদের হুশিয়ার হতে হবে। সভায়  উপস্থিত নাগরিকদের উদ্দেশ্যে একশো শতাংশ ভোট প্রদানের লক্ষ্য মাত্রা নির্ধারণ করতে উদাত্ত আহ্বান জানানো হয়। সেই উদ্দেশ্যে “পেহেলে মতদান, ফির জলপান” মন্ত্রে সবাইকে দীক্ষিত হয়ে একশ শতাংশ ভোটার সুনিশ্চিত করার আহ্বান জানান পঙ্কজ বাবু। এর আগে এদিন স্বরূপ তাঁতীর ভারত কা বচ্চা বচ্চা সংগীত দিয়ে সভার শুভ সূচনা হয়। পরে অতিথি বরণ ছাড়া ও বিশেষ আলোচনা চক্র এবং পরবর্তীতে শিশু শিল্পীদের দ্বারা কয়েকখানি দেশাত্মবোধক কোরাস নৃত্য অনুষ্ঠানে নূতন মাত্রা যোগ করে দেয়। গোটা দিনব্যাপী বিশেষ পূজার্চনা, অঞ্জলি প্রদান ও দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

হনুমান জয়ন্তীতে দেশে রামরাজ্য প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব হিন্দু পরিষদের

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগান ম্যানেজার বিহূল শর্মা, আয়োজকদের পক্ষে জয়হরি সালিয়া, ভরত সালিয়া, মংগল সালিয়া, ভিকি পাণ্ডে, সনুপ কুমার এবং বিবিধ সংগঠনের পক্ষে মণিকান্ত সিনহা, স্বপন সালিয়া, সুরজ কানু প্রমূখ। উল্লেখ্য বিগত দিনের ন্যায় এবারও দেশে লোকসভা নির্বাচন ঘোষণার সংগে সংগে সংঘ পরিবারভূক্ত বিভিন্ন সংগঠন দেশে রাষ্ট্রবাদী সরকার গঠনের উদ্দেশ্যে জোরদার প্রচার চালিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন অংশের সংগে সঙ্গতি রেখে বিগত কিছুদিন থেকে বৃহত্তর পাথারকান্দির পেকুরগাঁও, ব্লক কালীবাড়ি, চাম্পাবাড়ি, পাথারকান্দি টাউন কালীবাড়ি ইত্যাদি স্থানের সভার আয়োজন করা হয়।

Author

Spread the News