মণিপুরে আর্মি মোতায়েনের দাবি বিশ্ব হিন্দু মহাসংঘের
বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : মণিপুরে আর্মি মোতায়েনের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়ে স্মারকপত্র প্রদান করল বিশ্ব হিন্দু মহাসংঘ। সোমবার মণিপুরের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ব হিন্দু মহাসংঘ কাছাড়ের জেলা আয়ুক্তের মারফত প্রধানমন্ত্রী মোদির কাছে এক স্মারকপত্র প্রদান করা হয়।
তাঁরা বলেন, মণিপুরকে বাঁচাতে আর্মি মোতায়ন করতে হবে কারণ সেখানের হিন্দুরা দীর্ঘ দেড় বছর ধরে নির্যাতিত। কিছু অহিন্দু সম্প্রদায়ের লোকেরা সেখানে হিংসার বাতাবরণ তৈরি করে রেখেছে, যার কারণে সেখানে হিন্দুরা একদিকে যেমন সমস্যার জর্জরিত অন্যদিকে নিজের জীবন হারাচ্ছেন গোষ্ঠী সংঘর্ষে। বিশেষ করে মহিলারা নিজের সভ্রম হারাচ্ছেন অথচ সরকার এখনো তেমন কোন কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না। অবিলম্বে শান্তি ফিরিয়ে আনতে আর্মি মোতায়নের দাবি জানিয়েছন

