বিসর্জনে অপ্রাসঙ্গিক নৃত্য ও গীত বর্জনের অনুরোধ বিশ্ব হিন্দু পরিষদের

বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : মৃন্ময়ী সব ধরনের দেব-দেবীর মূর্তি উপযুক্ত জলাশয়ে বিসর্জন করা ও বিসর্জনের সময় উচ্চস্বরে অপ্রাসঙ্গিক নৃত্য ও গীত বর্জন করার অনুরোধ জানালো বিশ্ব হিন্দু পরিষদ। বৃহস্পতিবার
পঞ্চানন শিববাড়িতে বিশ্ব হিন্দু পরিষদের আয়ামের এক সভায় এই অনুরোধ রাখেন কর্মকর্তারা। মন্দির অর্চক পুরোহিত বিভাগের ব্যবস্থাপনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয। সভায় সিদ্ধার্থ ভট্টাচার্য, পূর্ণচন্দ্র মণ্ডল, শান্তনু নায়েক, সুধাংশু ভট্টাচার্য, বিশ্বজিৎ চক্রবর্তী সহ আরও ২৫ জন পুরোহিত উপস্থিত ছিলেন। প্রত্যেকেই মৃন্ময়ী মূর্তি বিসর্জনের উপর শাস্ত্রীয় ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। সভায় সর্ব সম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হয়, মৃন্ময়ী সব ধরনের দেব-দেবীর মূর্তি উপযুক্ত জলাশয়ে বিসর্জন করতে হবে। তাছাড়া বিসর্জনের সময় উচ্চস্বরে অপ্রাসঙ্গিক নৃত্য ও গীত বর্জন করার অনুরোধ জানানো হয়।

আগামী দীপান্বিতা কালী পূজার পর দেবীব মৃন্ময়ী মূর্তির বিসর্জনের সময় শোভাযাত্রায় নেশাজাতীয় দ্রব্য বর্জন পূর্বক শ্রদ্ধাসহকারে ধর্মীয় সংস্কৃতি রেখে উপযুক্ত জলাশয়ে সংস্কৃতি বজায় রেখে বিসর্জন করার জন্য সর্বশ্রেনির সনাতন ধর্মাবলম্বীদের প্রতি বিনম্র অনুরোধ জানান তাঁরা। বলেন, শাস্ত্রীয় মতে বিসর্জন পূজার অঙ্গ। সুতরাং অশাস্ত্রীয়ভাবে বিসর্জন করলে পূজার অঙ্গহানী হয়। পূজিত যে কোনও দেব দেবীর মূর্তি গাছের নীচে, রাস্তার পাশে, পুকুরের পারে বা মদীর পারে রাখা নিষেধ। অন্যতায় পূজিদেবদেবীর আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে অভিশাপগ্রস্ত হবে, ফলস্বরূপ সমাজ, জাতি এবং দেশের অমঙ্গল হবে।

Spread the News
error: Content is protected !!