মমতার মন্তব্যে তীব্র ক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের
বরাক তরঙ্গ, ২৪ মে : হিন্দু দেবদেবী, সাধু সন্ত বা মঠ মন্দির নিয়ে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্ত। শুক্রবার শ্রীগৌরী স্থিত মাধবধামে প্রান্ত সভাপতি শান্তনু নায়েক প্রান্তের অন্যান্য কার্যকর্তাদের সঙ্গে এনিয়ে ক্ষোভ ব্যক্ত করেন। বলেন, বেশ কিছুদিন থেকে দেখা যাচ্ছে যে, মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হিন্দু সমাজকে নিয়ে এবং সাধুসন্ত, ইস্কন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম ইত্যাদি মঠ মন্দিরকে নিয়ে একটার পর একটা মন্তব্য করে যাচ্ছেন, তা অত্যন্ত দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষে এর তীব্র ভাষায় নিন্দা জানান তিনি। শান্তনু নায়েক আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হলেন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তার কাছে সকল ধর্মের লোক সমান হওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে যে তার দল, তৃণমূল কংগ্রেসের লোকসভা প্রার্থী কিংবা কোনো সাংসদ বা দলের মনোনীত কোনো বিধায়ক হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের বিরুদ্ধে যা তা মন্তব্য করলেও দলের প্রধান নেত্রী হিসেবে কোনো পদক্ষেপ নেন না মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোনো ব্যাপারেই হউক, হিন্দু সমাজকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতে রামকৃষ্ণ সেবাধামে আক্রমনও হয়েছে। শান্তনু নায়েক আরও বলেন, দীর্ঘদিন থেকেই পশ্চিমবঙ্গে এধরনের কার্যকলাপ পরিলক্ষিত হচ্ছে। হিন্দুদের উপর আক্রমণ ও অত্যাচারের ঘটনার তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানান তিনি।
দক্ষিণ পূর্ব প্রান্তের ব্যবস্থা বৈঠক অনুষ্ঠিত শ্রীগৌরীর মাধবধামে
এদিন কথা প্রসঙ্গে শান্তনু নায়েক আরও বলেন, সুপ্রিম কোর্টে পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল সহ রাজ্যে দুর্নীতির জন্য অনেকেরই চাকরি খোয়াতে হয়েছে পশ্চিমবঙ্গে। তা, যাইহোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কড়া সমালোচনা করে, আগামীতে এধরনের মন্তব্য না করে মুখ্যমন্ত্রী সুলভ আচরণের অনুরোধ জানান শান্তনু নায়েক। বার বার এমন হলে আগামীতে সমগ্র দেশের সঙ্গে দক্ষিণ পূর্ব প্রান্তেও তীব্র প্রতিবাদ গড়ে তুলার হুশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য, আগামী ১২ জুন থেকে ২২ জুন দশ দিবসীয় বিশ্ব হিন্দু পরিষদের পরিষদ বর্গ, ১১ জুন থেকে ১৩ জুন তিন দিবসীয় বজরং দল শিক্ষক প্রশিক্ষন বর্গ এবং ৬ জুলাই থেকে ১৩ জুলাই ৭ দিবসীয় বজরং দলের প্রশিক্ষন বর্গ শ্রীগৌরী স্থিত মাধবধামে অনুষ্ঠিত হবে। ওই প্রশিক্ষন গুলো সুন্দর ও সুষ্ঠ ভাবে সম্পন্ন করার উদ্দ্যেশ্যে শুক্রবার বিশ্ব হিন্দু পরিষদের এক ব্যবস্থা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন প্রান্ত সভাপতি শান্তনু নায়েক, সম্পাদক সমীর দাস, প্রান্ত সংগঠন মন্ত্রী দিলীপ দেব, বজরং দল ক্ষেত্র সংযোজক বিশ্বদীপ ভট্টাচার্য প্রমুখ। সভায় প্রান্তের অন্যান্য কার্যকর্তা এবং প্রান্তের অধীন সব কটি জেলার সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন। বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্ত প্রচার ও প্রসার প্রমুখ শমীন্দ্র পাল এক প্রেসবার্তায় এখবর জানিয়েছেন।