মহাকুম্ভমেলায় বিষ্ণুপ্রিয়া মণিপুরি সংস্কৃতি রাসনৃত্য

মোহাম্মদ জনি, পাথারকান্দি। 
বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : মহাকুম্ভ মেলায় এবার বিশেষভাবে উজ্জ্বল হয়ে উঠল অসমের ঐতিহ্যবাহী বিষ্ণুপ্রিয়া মণিপুরি সংস্কৃতি। প্রয়াগরাজের ধর্মীয় ও সাংস্কৃতিক মিলনমেলায়, অসম থেকে আগত বিষ্ণুপ্রিয়া মণিপুরি শিল্পীরা পরিবেশন করলেন তাঁদের অনন্য ও ঐতিহ্যবাহী রাসনৃত্য। অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে ১ ফেব্রুয়ারি এই নৃত্য পরিবেশিত হয়। বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের শিল্পীদের এই পরিবেশনা দর্শকদের মন জয় করে নেয়। সাধু-সন্তদের বিশেষ অনুরোধে ৩ ফেব্রুয়ারি পুনরায় এই নৃত্য পরিবেশন করা হয়, যা আরও বেশি দর্শকের আগ্রহ সৃষ্টি করে। মহা কুম্ভ মেলার সেক্টর ৭-এ অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে অসম সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া। তিনি বলেন, “বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের সংস্কৃতি আমাদের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।

মহাকুম্ভ মেলার মতো আন্তর্জাতিক মঞ্চে তাঁদের পরিবেশনা অসমের গর্বের বিষয়। বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার সদস্যরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এটি আমাদের সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার এক দুর্লভ সুযোগ। মহাকুম্ভ মেলায় বিষ্ণুপ্রিয়া মণিপুরি রাস নৃত্যের এই পরিবেশনা নিশ্চিতভাবেই সংস্কৃতির এক সমৃদ্ধ নিদর্শন হয়ে থাকবে।

মহাকুম্ভমেলায় বিষ্ণুপ্রিয়া মণিপুরি সংস্কৃতি রাসনৃত্য
মহাকুম্ভমেলায় বিষ্ণুপ্রিয়া মণিপুরি সংস্কৃতি রাসনৃত্য

Author

Spread the News