বিশালের ‘হে প্রভু, হে হরিরাম জগন্নাথ প্রেমানন্দে’ হিন্দি ছবির টাইটাল ট্র্যাকে

বিশালের 'হে প্রভু, হে হরিরাম জগন্নাথ প্রেমানন্দে' হিন্দি ছবির টাইটাল ট্র্যাকে

বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান, কার্তিক আরিয়ান অভিনীত বলিউডের ‘ভুলভুলাইয়া-৩’ ছবির টাইটাল ট্র্যাক ‘হরে কৃষ্ণ হরে রাম’ গানে রয়েছে শিলচরের বিশাল দেবনাথের ভাইরাল লাইন ‘হে হরিরাম জগন্নাথ প্রেমানন্দে। টি-সিরিজ কোম্পানির তরফে ইউটিউবে গানটি আপলোড করতে গিয়ে আন্তর্জাতিক তারকা গ্র্যামি বিজয়ী পিটবুল, দিলজিৎ দোসান্দ, নীরজ শ্রীধরের মত গায়কদের পাশেই বিশাল দেবনাথের নাম লেখা হয়েছে। এতে আপ্লুত বিশাল। ২০০৭ সালে অনিজ বাজমীর নির্দেশনায় তৈরি হয়েছিল অক্ষয় কুমার ও বিদ্যা বালান অভিনীত ‘ভুল ভুলাইয়া’। প্রিতম চক্রবর্তীর সূরে ছবির সবক’টি গান সুপারহিট হয় এবং এর মধ্যে অন্যতম ছিল ‘হরে কৃষ্ণ হরে রাম’। সম্প্রতি এই ছবির তৃতীয় সংস্করণ ‘ভুলভুলাইয়া-৩’র ট্রেলার মুক্তি পায় এবং এটি বলিউডের অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বুধবার ছবিটির টাইটেল ট্র্যাক ইউটিউবে মুক্তি পায় এবং এতে শিলচরের বিশাল দেবনাথের ভাইরাল ‘হে হরিরাম জগন্নাথ প্রেমানন্দে’ লাইনটি ফের সামাজিক মাধ্যমে ঝড় তোলে। প্রায় প্রত্যেকেই এই লাইনটির কথাই বারবার বলছেন। আপাতত সামাজিকমাধ্যমে আন্তর্জাতিক তারকাদের থেকে বেশি আলোচনায় রয়েছে বিশালের এই থ লাইনগুলো।

NEW FASHION

বিশাল জানান, তাঁকে প্রায় এক বছর আগে তিন সিরিজের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল এবং তাঁর অনুমতি নিয়ে লাইনটি ‘ভুল ভুলাইয়া-৩’র গানে ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, ‘তাঁরা আমার অনুমতি নিয়েছেন এবং আগেই জানিয়েছিলেন গায়কদের তালিকায় আমার নাম থাকবে। বুধবার যখন গানটি মুক্তি পায়, সেখানে আমাকে বিশেষ ধন্যবাদ দেওয়া হয়েছে। অবশ্যই এত বড় প্লাটফর্মে নিজের নাম দেখে আমি আপ্লুত। তবে এর পেছনে সবথেকে বড় অবদান সামাজিকমাধ্যমের। আমি ভেবেচিন্তে লাইনগুলো লিখিনি, এমনকি ভিডিও বানানোর ক্ষেত্রেও খুব একটা পূর্ব-পরিকল্পনা ছিল না। ঘরে বন্যার জল ঢুকেছিল এবং বন্ধুরা মিলে মজা করে একটা ভিডিও বানিয়েছিলাম। আমার বলা লাইনগুলো এতটা ভাইরাল হবে কখনো ভাবিনি। এবার বলিউডের এত বড় গানে আমার ওই লাইনগুলো ব্যবহার হয়েছে, এতে আমি আরও খুশি।’

বিশালের 'হে প্রভু, হে হরিরাম জগন্নাথ প্রেমানন্দে' হিন্দি ছবির টাইটাল ট্র্যাকে

২০২২ সালে বন্যায় যখন গোটা শহর আক্রান্ত, সোনাই রোড এলাকায় নিজের বাড়িতে বন্ধুদের সঙ্গে ভিডিও বানিয়েছিলেন বিশাল। প্রথমে ফেসবুকে ভিডিওটি আপলোড করা হয়েছিল তবে হঠাৎ তার লাইনগুলো সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। লক্ষাধিক ভিডিওতে তাঁর লাইন ব্যবহার হয়েছে অথচ বেশিরভাগ লোকেরাই জানতেন না তাঁর নাম। একসময় তিনি নিজেই ইনস্টাগ্রামে তাঁর ভিডিওটি ফের আপলোড করেন এবং বেরিয়ে আসে তাঁর নাম এবং পরিচিতি। বিশাল একজন কৌতুক অভিনেতা হতে চান এবং তাঁর স্বপ্ন হচ্ছে কপিল শর্মার সঙ্গে অভিনয় করা। ভিডিও ভাইরাল হওয়ার দু’বছর পরেও তিনি শিলচরেই রয়েছেন। পারিবারিক ব্যবসায় সময় দেওয়ার পাশাপাশি তিনি বন্ধুদের নিয়ে ভিডিও বানান এবং সেগুলো তুলে ধরেন সামাজিকমাধ্যমে।

Author

Spread the News