ফকিরটিলায় চাঁদা তুলে নিজেরাই রাস্তা নির্মাণ গ্রামবাসীর

মোহাম্মদ জনি, শ্রীভূমি
বরাক তরঙ্গ, ৬ মার্চ : রাজ্যে ও কেন্দ্রে ডাবল ইঞ্জিন সরকারের আমলে উন্নয়নের প্রতিশ্রুতির মাঝেও এখনও অবহেলিত শ্রীভূমি জেলার কানিশাইল-শরীফনগর জিপির ফকিরটিলা এলাকার মানুষ। গ্রামীণ এই জনপদের প্রধান রাস্তার বেহাল দশার কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে বর্ষার মরসুমে পরিস্থিতি আরও করুণ হয়ে ওঠে। এক পশলা বৃষ্টি হলেই কাঁদা-পানিতে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে যায়। বৃদ্ধ থেকে শুরু করে কর্মজীবী মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েন। কোমলমতি শিক্ষার্থীদের কাঁধে বইয়ের ব্যাগের পরিবর্তে নিজেকেই তুলে নিতে হয় অভিভাবকদের কোলে। বারবার জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েও যখন সমস্যার কোনো সমাধান মেলেনি, তখন এলাকাবাসী আর আশ্বাসের জালে আটকে না থেকে নিজেরাই উদ্যোগ নেন।

ফকিরটিলা সমাজ উন্নয়ন সংস্থার সদস্যরা গ্রামবাসীদের সহায়তায় চাঁদা সংগ্রহ করে এবং স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা নির্মাণের কাজে হাত লাগান। সংস্থার সভাপতি সোহেল আহমেদ নোমানি, সাধারণ সম্পাদক হাফিজ এমাদ উদ্দিন আত্তারি, বিশিষ্ট সমাজসেবী আব্দুল হান্নান, আব্দুল করিম, এবাদ উদ্দিন, আব্দুল হালিম, মজলুর রহমান, আব্দুল মুকিত, আলতাব উদ্দিন, আব্দুল জব্বার, মোস্তফা আহমেদ, মাসুক আহমেদ, হারুন রশিদ, ছলমান উদ্দিন, হাফিজ খালেদ আহমেদ, সাম আহমেদসহ আরও অনেকে একযোগে এই মহৎ উদ্যোগে অংশ নেন। সংস্থার কর্মকর্তারা জানান, জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার অনুরোধ করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই তারা নিজেদের উদ্যোগেই রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নেন।

ফকিরটিলায় চাঁদা তুলে নিজেরাই রাস্তা নির্মাণ গ্রামবাসীর

Author

Spread the News