শীতে কাঁপছে গ্রাম শহরের মানুষ
বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : শুরু হয়েছে মাঘ মাস পৌষের বিদায় ও মাঘ মাসের শুরুতেই জেঁকে বসেছে শীত। সারাদেশে হাড় কাঁপানো শীতের সঙ্গে ঘন কুয়াশার দাপটও বেড়েছে। শীতের প্রকোপে কাবু ভারত-বাংলা সীমান্ত জেলা করিমগঞ্জের গ্রাম শহর। আর এর প্রভাবে স্থবির হয়ে পড়েছে জনজীবন। গত ৪ দিন ধরে সূর্যের দেখা মিললেও শৈত্যপ্রবাহে ভোগান্তি বেড়েছে জনজীবনে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তা-ঘাট ও লোকালয়। সেই সঙ্গে হিমেল বাতাসে জবুথবু অবস্থা বিরাজ করছে মানুষের। কাজকর্ম ব্যাহত হচ্ছে নিম্ন আয়ের লোকজনের। রাতে বৃষ্টির মত ঝরছে কুয়াশা শিশির। হাড় কাঁপানো ঠাণ্ডায় দুর্ভোগে পড়েছে বয়স্ক ও শিশুরা।
এদিকে, তীব্র শীতে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ঠিক মতো কাজ করতে না পারায় তাদের আয় উপার্জনে ব্যাঘাত ঘটছে। আবার একটু কাজ করতেই নাজেহাল হয়ে পড়ছেন। গ্রাম শহরের রাস্তার পাশে আগুন জালিয়ে তাঁপ নিতে ভিড় করছে মানুষজন।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।