পঞ্চায়েত প্রতিনিধিদের কাজ পরিদর্শন ভিজিলেন্স চেয়ারম্যান বিধায়ক করিম উদ্দিনের
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২৪ জুলাই : জিপির কাজ পরিদর্শনে নামলেন সোনাই বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। তবে বিধয়কের কাজ নয় পঞ্চায়েত প্রতিনিধিদের কাজ। তিনি সোনাই উন্নয়ন খণ্ডের ভিজিলেন্স চেয়ারম্যান। তাই জিপিগুলোর কাজ পরিদর্শন করে মান যাচাইয়ের অভিযান শুরু করলেন। বুধবার সংশ্লিষ্ট বিভাগের কর্তাদের নিয়ে উত্তর কৃষ্ণপুর ও দক্ষিণ কৃষ্ণপুর জিপির কাজকাম খতিয়ে দেখেন বিধায়ক। উত্তর কৃষ্ণপুরে সাবাজপুরের কিছু কাজের হদিস পাননি। একটি জলের ট্যাঙ্ক কাগজে থাকলেও বাস্তবে তিনি পাননি।
এ দিন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া বলেন, উত্তর কৃষ্ণপুর জিপিতে কিছু কাজ ভালো হয়েছে আর কিছু কাজ খারাপ হয়েছে। তিনি সোনাইয়ের দু’টি দু’টি জিপি করে কাজগুলো দেখবেন। তারপর সঠিক পদ্ধতিতে ভিজিল্যান্সের তদন্ত অনুযায়ী কোন কোন প্রকল্পের সংশোধন করা যায়, আর যেটার কাজ হয়নি সেটা সম্পূর্ণ করার চেষ্টা করা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রত্যেকটা ঘরের রেজিস্ট্রেশন, ভেরিফিকেশন হবে। যেটার অর্থও ইতিমধ্যে মঞ্জুর হয়েছে। এভাবে জনগণকে নিয়ে জিপি সেক্রেটারি, জি আরএস সহ ব্লকের কর্মকর্তাদের নিয়ে গ্রামসভার মাধ্যমে কাজ করার নির্দেশ দিয়েছেন বিধায়ক সাজু।
এদিন বিধায়কের সঙ্গে ছিলেন বিডিও মুকুল বুসমতারি, এই পিয়ালি নাথ ও বিপুল বরা, দুই জিপির সচিব আতিকুর রহমান, জিএস আব্দুল বাসিত লস্কর, টিএস এনামুল হোসেন বড়লস্কর, জিআরএস মুক্তার উদ্দিন মজুমদার প্রমুখ।