ভিয়েরা-র জোড়া গোল, মাতৃভূমি কাপে ইন্ডিয়ান এফসির সহজ জয়
কে দাশ, ধলাই।
বরাক তরঙ্গ, ৭ আগস্ট : বৃহস্পতিবার মাতৃভূমি কাপ ফুটবলে বৃহৎ জয় পেল ইন্ডিয়ান এফসি। ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন ‘বি’ গ্রুপের তৃতীয় খেলায় প্রতিপক্ষ জামিরখাল এফসি দলকে ৫-০ গোলে পরাজিত করে অনায়াসে মাতৃভূমি কাপের দ্বিতীয় রাউণ্ডে পৌঁছে যায় তারা।
এদিন খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে ইন্ডিয়ান এফসি। জোড়া গোল করেন ভিয়েরা, যথাক্রমে খেলার ২১ ও ২৮ মিনিটে। প্রথমার্ধের লিড নিয়ে উজ্জীবিত ইন্ডিয়ান এফসি দ্বিতীয়ার্ধের খেলায় আরও তিনটি গোল করে। দ্বিতীয়ার্ধের ১৭, ২৩ ও ৩০ মিনিটে গোল করেন জমুয়ানা, জেলট ও কিমা। বিপক্ষ জামিরখাল এফসির বিরুদ্ধে রীতিমত এদিন ছেলে খেলা করলো শক্তিশালী ইন্ডিয়ান এফসি। এই জয়ের সুবাদে মাতৃভূমি কাপের পরবর্তী রাউন্ডের ছাড়পত্র আদায় করে নেয় ইন্ডিয়ান এফসি দল।
এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় ভিয়েরা। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি বিজেপি পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাস, অজয় দেব ও নিবুল বড়ভূইয়া।
এদিনের খেলা পরিচালনা করেন কমরুজ্জামান লস্কর, প্রবীন বর্মণ, জাফর বড়ভূইয়া ও এলমিন খাসিয়া। শুক্রবার ‘বি’ গ্রুপের চতুর্থ খেলায় ভিএসএম ক্লাব জয়নগর ও মথুরাপুর এফসি (বি) মুখোমুখি হবে।