ভাগাবাজারকে “পাকিস্তান” সম্বোধন করা মন্তব্যের ভিডিও ভাইরাল, ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ পুলিশের
বরাক তরঙ্গ, ৫ জুলাই : ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতে বডি গঠনের পর বিজয় উল্লাস সভায় ভাগাবাজারকে পাকিস্তানের সঙ্গে তুলনা করায় ব্যবসায়ী নজরুল ইসলাম লস্করের বিরুদ্ধে পুলিশ নড়েচড়ে বসে। শনিবার রাত ৮টার দিকে নর্থ হাওয়াইথাং গ্রামের বাড়ি থেকে পুলিশ তাঁকে তুলে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের পর অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
জানা যায়, গত ৩০ জুন, যখন ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের সভাপতি ও উপ-সভাপতি পদ বিজেপির দখলে যায়। এই জয়ে ৬জন গ্রুপ সদস্য বিজেপির সমর্থিত প্রার্থীকে সমর্থন করেছিলেন। সেদিন বিকেলে নর্থ হাওয়াইথাং এলাকার একটি ইটভাটায় আয়োজিত বিজয় উল্লাস সভায় বক্তব্য রাখছিলেন ব্যবসায়ী নজরুল ইসলাম। সেখানেই তিনি ৯৯ শতাংশ মুসলিম অধ্যুষিত ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতকে “পাকিস্তান” বলে সম্বোধন করেন। নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন যে এই এলাকাটি মুসলিম অধ্যুষিত হওয়ায় বিজেপি সাধারণত এখানে জয়লাভ করতে পারে না, কিন্তু এবার দলীয় কর্মীদের অক্লান্ত পরিশ্রমে ভাগাবাজারের মতো মুসলিম অধ্যুষিত গ্রাম পঞ্চায়েতও বিজেপির দখলে এসেছে। তার এই বক্তব্যের সময় অনেকেই ফেসবুকে লাইভ করছিলেন। সেই লাইভের ১৪ সেকেন্ডের একটি অংশ কেটে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা দ্রুত ভাইরাল হয়ে চাঞ্চল্য সৃষ্টি করে।
ধলাই থানার অফিসার ইনচার্জ কুলেন্দ্র হাজুরি ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে নজরুল ইসলামকে আটক করেন। জিজ্ঞাসাবাদের পর ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হয় এবং পরবর্তীতে পুলিশ তাঁকে ছেড়ে দেয়।