স্বামী-স্ত্রীর অন্তরঙ্গের ভিডিও ভাইরাল, গলায় জুতো পরিয়ে গ্রাম ঘুরানোর ঘটনায় গ্রেফতার ৫

বরাক তরঙ্গ, ২২ মে : স্বামী-স্ত্রীর অন্তরঙ্গের একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হওয়ায় চরম সিদ্ধান্ত নিল গ্রামবাসী। দম্পতিকে মারধরের পর গৃহবধূকে গলায় জুতোর মালা পরিয়ে ঢাক ঢোল বাজিয়ে ঘুরানো হয় পুরো গ্রাম। অমানবিক ঘটনাটি ঘটনা ঘটেছে শিলচর চেংকুড়ি এলাকার‌ কুকুবাড়ি গ্রামে। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করেছে গ্রামের দুই মহিলা সহ পাঁচজনকে।

গ্রেফতার করা হয়েছে দুই মহিলা শৈলবালা দাস (৫৫) ও সাধনা দাস (৩৫), কিষান দাস (২৬), রঞ্জিত দাস (২৬) ও কৃপেশ দাস( ২২)কে।

জানা গেছে, গ্রামের বাসিন্দা ওই মহিলা ও তার স্বামীর যৌনতার একটি ভিডিও দিন কয়েক আগে ভাইরাল হয়ে পড়ে। তা নজরে পড়ার পর গ্রামের মোড়লরা মঙ্গলবার এক সালিশি সভা আহ্বান করেন। সভায় দম্পতিকে ডেকে তাদের বেধড়ক মারপিট করা হয়। এরপর মহিলার গলায় জুতোর মালা পরিয়ে ঢাক-ঢোল বাজিয়ে মিছিল করে তাকে ঘোরানো হয় পুরো গ্রাম। এভাবে জুতোর মালা পরিয়ে মহিলাকে পুরো গ্রামে ঘোরানোর দৃশ্যও আবার রেকর্ডিং করে ভাইরাল করে দেওয়া হয়। এই ঘটনা নয়া করে প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হয়েছে।

স্বামী-স্ত্রীর অন্তরঙ্গের ভিডিও ভাইরাল, গলায় জুতো পরিয়ে গ্রাম ঘুরানোর ঘটনায় গ্রেফতার ৫
Spread the News
error: Content is protected !!