পালংঘাটে মহালয়া ভোরে দর্শনার্থীদের মধ্যে খিচুড়ি বিতরণ বিজয় শক্তি সংঘের

দিলোয়ার বড়ভূইয়া, ধলাই।
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : মহালয়ার ভোরে দর্শনার্থীদের মধ্যে  খিচুড়ি বিতরণ করল পালংঘাটের বিজয় শক্তি সংঘ। রবিবার মহালয়ার শুভলগ্নে এই বিশেষ উদ্যোগকে ঘিরে অনুষ্ঠানস্থল ভরে ওঠে হাজার হাজার দর্শনার্থীদের ভিড়ে। আয়োজকরা জানান, মহালয়ার এই পবিত্র দিনে সমাজের প্রতিটি স্তরের মানুষের পাশে দাঁড়াতে এবং সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। “মহালয়ার এই শুভ দিনে এই প্রয়াসকে সফল করার জন্য বিজয় শক্তি সংঘের সব সদস্য আন্তরিকভাবে কাজ করেছেন। এ দিন রুকনি ওয়েস্ট জিপি সভাপতি অনুপ নাথের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন সংস্থার কর্মকর্তারা। তাঁর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনের জন্য এই মহৎ উদ্যোগ আরও সফল হয়ে ওঠেছে। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনেও একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজকল্যাণের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।

অনুষ্ঠানে মহালয়ার বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জিপি সভাপতি অনুপ নাথ সহ বিজয় শক্তি সংঘের সক্রিয় সদস্যরা।
উপস্থিত ছিলেন অর্পিতকান্তি দাস, বিপ্লব দাস, সুমন রায়, বিশ্বজিৎ রায়, অমিত রায়, দীপ দাস, মান্না দাস, মিতিশ রায়, লাবু দাস, শিপ্পন রায়, জিতেন রায় প্রমুখ।

Spread the News
error: Content is protected !!