কাবুগঞ্জে জয়ী ভিক্টরি ক্লাব
শামিম বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৬ মে : কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমির নাইন-এ সাইড ফুটবলে দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র পেল কৃষ্ণপুর ভিক্টরি ক্লাব। সোমবার তারা ১-০ গোলে হারায় মঙ্গলপুর এফসি-কে। খেলায় জয়সূচক গোল করেন ৫২ মিনিটে দেবালিয়াস। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।
এদিন ম্যাচ পরিচালনা করেন শঙ্কর ভট্টাচার্য, শামিম আহমেদ বড়ভূইয়া এবং জাফর বড়ভূইয়া। আগামীকাল নরসিংহপুর এফসির বিরুদ্ধে খেলবে আপার হিল নাগাখাল এফসি।
