উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়কে সংবর্ধনা দুই সংস্থার
পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ আগস্ট : জিসি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নিরঞ্জন রায়কে স্বাগত জানিয়ে সংবর্ধনা জানাল পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদ ও শিলচর বইমেলা কমিটি। বৃহস্পতিবার দু’টি সংস্থার পক্ষ থেকে
উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে অধ্যাপক রায়কে সংবর্ধনা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদ ও শিলচর বইমেলা কমিটির সভাপতি হারাণ দে, সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী, সহ-সম্পাদক গৌতম তালুকদার ও প্রচার সম্পাদক রাজু চৌধুরী।