ত্রিপুরার মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিভাষ দেবকে সংবর্ধনা রূপম এর

বরাক তরঙ্গ, ৮ মার্চ : শিলচর গুরুচরণ কলেজ বিশ্ববিদ্যালয়ে উন্নীত লাভ করার পরও কলেজের পূর্বতন অধ্যক্ষ ড০ বিভাষ দেবই অধ্যক্ষের আসন অলংকৃত করেছিলেন। অতি সম্প্রতি তিনি ত্রিপুরা রাজ্যের মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে স্থলাভিষিক্ত হলেন। দেবের এই খবর প্রকাশিত হওয়ার পর শিলচরের রূপম সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে অধ্যক্ষের কক্ষেই শনিবার এই নতুন পদমর্যাদার জন্য রূপম পরিবারের সদস্যবৃন্দরা অধ্যক্ষকে সংবর্ধিত করেন। রূপম এর সাধারণ সম্পাদক নিখিল পাল তাঁকে চাদর দিয়ে বরণ করেন। এবং রূপমের কিছু সংক্ষিপ্ত কার্যকলাপ সম্পর্কে অবহিত করান। কার্যকরী সভাপতি রাজকুমার পাল পুষ্পস্তবক তুলে দেন এবং রূপমের সহ-সাধারণ সম্পাদক সুভাষ বর্মন অভিনন্দনপত্রটি অর্পণ করেন। অভিনন্দনপত্রটি পাঠ করে শোনান রূপম এর সদস্য দেবাঞ্জন মুখোপাধ্যায়।

এ দিন রূপম এর পক্ষ থেকে ড. দেবকে রুপম আয়োজিত আসন্ন ৪৪ তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলায় একাঙ্ক নাটক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানান।

ত্রিপুরার মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিভাষ দেবকে সংবর্ধনা রূপম এর

Author

Spread the News