ভিএইচপি-র দশ দিবসীয় পরিষদ বর্গ শুরু মাধবধামে
বরাক তরঙ্গ, ১৩ জুন : বুধবার সন্ধ্যা সাতটায় শ্রীগৌরিস্থিত মাধবধামে দীপ মন্ত্রের মাধ্যমে প্রদীপ প্রজ্জ্বলন করে বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ আসাম প্রান্তের দশ দিবসীয় প্রান্তীয় কার্যকর্তা প্রশিক্ষণ বর্গের উদ্বোধন করেন প্রান্ত ধর্মাচার্য সম্পর্ক প্রমুখ তথা শঙ্কর মঠের আচার্য স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ। এতে উপস্থিত ছিলেন প্রান্ত সভাপতি শান্তনু নায়েক, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রান্ত সংঘ চালক তথা বিশ্ব হিন্দু পরিষদের পালক অধিকারী জোৎস্নাময় চক্রবর্তী, ভিএইচপি গুয়াহাটি ক্ষেত্র ধর্ম প্রসার প্রমুখ পূর্ণচন্দ্র মণ্ডল, পরিষদের মার্গ দর্শক আচার্য সন্তোষ কুমার শাস্ত্রী, প্রান্ত সম্পাদক সমীর দাস, সংগঠন মন্ত্রী দিলীপ দেব প্রমুখ।
বজরং দলের তিন দিবসীয় শিক্ষক প্রশিক্ষক বর্গের শুভারম্ভ
গোপীব্রত গোস্বামীর পৌরোহিত্যে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা। সংঘ পরিবার ও ভিএইচপি-র স্থাপনা কি উদ্দ্যেশ্যে হয়েছিল, এনিয়ে সবিস্তারে আলোচনা করার পাশাপাশি সাংগঠনিক বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন তারা। এছাড়া বর্গের অনুশাসন মেনে আগামীদিন গুলো চলার আহ্বান জানান বক্তারা।
২২ জুন ভব্য কার্যক্রমের মাধ্যমে বর্গের সমাপ্তি হবে। উল্লেখ্য, ডিমাহাসাও, বরাক উপত্যকা এবং মিজোরাম নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ আসাম প্রান্ত গঠিত হয়েছে। তবে এই বর্গে ত্রিপুরা প্রান্তের প্রশিক্ষণার্থীরাও অংশ গ্রহন করেছেন।
এদিকে গত ১১ জুন, মঙ্গলবার মাধবধামে বজরং দল গুয়াহাটি ক্ষেত্রের অধীন তিন দিবসীয় শিক্ষক প্রশিক্ষক বর্গের শুভারম্ভ হয়। ওইদিন উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের প্রান্ত সভাপতি শান্তনু নায়েক, গুয়াহাটি ক্ষেত্রের ধর্ম প্রসার প্রমুখ পূর্ণচন্দ্র মণ্ডল, বজরং দল ক্ষেত্র সংযোজক বিশ্বদীপ ভট্টাচার্য সহ অন্যরা। বৃহস্পতিবার বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ আসাম প্রান্ত প্রচার ও প্রসার প্রমুখ শমীন্দ্র পাল এক প্রেসবার্তায় এখবর জানিয়েছেন।