গান্ধীর জয়ন্তী পালনে নানা কর্মসূচি শান্তি প্রতিষ্ঠানের শিলচরে

বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : শিলচর গান্ধী শান্তি প্রতিষ্ঠানের সাধারণ সভায় ২রা অক্টোবর জাতির মহাত্মা গান্ধীর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তৎসঙ্গে আগামী ১২ সেপ্টেম্বর মহান স্বাধীনতা সংগ্রামী শচীন্দ্রমোহন দত্ত এবং ১১ সেপ্টেম্বর সর্বত্যাগী আচার্য বিনোবা ভাবের জন্মদিন উপলক্ষে বৃক্ষ রোপন এবং তাদের জীবনাদর্শের উপর আলোচনা সভা মালু গ্রাম সর্বোদয় বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় শিলচর গান্ধী শান্তি প্রতিষ্ঠানের জন্য রাষ্ট্র পিতা মহাত্মা গান্ধীর একখানা সুন্দর বাধানো তৈলচিত্র প্রতিষ্ঠানের সভাপতি শান্তনু কুমার দাস দান করেছেন। তৈলচিত্রটি অঙ্কন করেছেন শিলচরের সুনামধন্য চিত্র শিল্পী বাচ্চু দাস। সভায় সর্বসম্মতিক্রমে আইনজীবী শেখর পাল চৌধুরীকে কার্যকরী সভাপতি হিসেবে নিযুক্তি দেয়া হয়েছে। বর্তমানে নয়াদিল্লিতে বসবাসরত প্রখ্যাত লেখক শিলচরের সুসন্তান বিধান চন্দ্র দাসের লেখা একখানা গ্রন্থ কল টু দ্যা মিলিনিয়াম চিল্ড্রেন গ্রন্থাগারের জন্য গ্রহণ করা হয়েছে এবং লেখক বিধান চন্দ্র দাসকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। অতঃপর

এ দিকে, আরজি কর মেডিক্যাল কলেজের জঘন্যতম ধর্ষণ এবং হত্যাকাণ্ডের  উপযুক্ত তদন্তের মাধ্যমে দোষীদের সনাক্ত করে উপযুক্ত শাস্তি প্রদান করতে  প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির উদ্দেশ্যে স্মারকলিপি  প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সভায় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অকথ্য নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ এবং ধিক্কার  জানিয়ে ভারতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সভায় বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি আইনজীবী শেখর পাল চৌধুরী, উপসভাপতি নীলিমা ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অশোক কুমার দেব, সহ সম্পাদক অতনু চৌধুরী, সদস্য নিহাররঞ্জন পাল, পীযূষ কান্তি চক্রবর্তী, বাহার আহমেদ চৌধুরী সহ সভার সভাপতি শান্তনু কুমার দাস প্রমুখ।

Author

Spread the News