নজরুল জয়ন্তীতে বিভিন্ন অনুষ্ঠান জ্যোতিপ্রসাদ- নজরুল জন্ম জয়ন্তী উদযাপন কমিটির

বরাক তরঙ্গ, ২৭ মে : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তী পালন করল ধুবড়ি জেলার জ্যোতিপ্রসাদ-নজরুল জন্ম জয়ন্তী উদযাপন কমিটি। শুক্রবার ১১ জৈষ্ঠ্য কবির জন্মদিনে গৌরীপুরের নারী সমিতি হলঘরে নাচ-গান-আবৃত্তি-আলোচনার আয়োজন করা হয়। 

নজরুল জয়ন্তীতে বিভিন্ন অনুষ্ঠান জ্যোতিপ্রসাদ- নজরুল জন্ম জয়ন্তী উদযাপন কমিটির
নৃত্য পরিবেশন করছেন শিল্পী।

এদিনের অনুষ্ঠানে অংশ নেন অশোক চক্রবর্তী, হাদিব মুহাম্মদ ইকবাল, সম্ভু দে সরকার, অজন্তা বরুয়া, শুভঙ্কর চ্যাটার্জি, প্রীতি মণ্ডল, দীপান্নিন্ত রাহা রায়, হাবিবুর রহমান, বাবলু চন্দ্র রায়, শিল্পী রায়, দিগন্ত বিশ্বাস প্রমুখ। বক্তারা কবির সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে শিল্পীরা নৃত্য, আবৃত্তি, নজরুল গীতি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।

Author

Spread the News