শিলচরে সর্দার ভল্লবভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে বিভিন্ন কর্মসূচি জেলা প্রশাসনের
রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ অক্টোবর : লৌহপুরুষ সর্দার ভল্লবভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী বিভিন্ন অনুষ্ঠানে মধ্যে দিয়ে পালন করা হল শিলচরে। শুক্রবার সর্দার ভল্লব ভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ‘একতা মার্চ’ নামে এক পদযাত্রা বের করা হয় শহরে।  পদযাত্রাটি শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে বের হয়ে পদযাত্রাটি ক্ষুদিরাম মূর্তি, জেলা প্রশাসকের কার্যালয়, শনিমন্দির পয়েন্ট, জানিগঞ্জ, নাহাটা পয়েন্ট, প্রেমতলা পয়েন্ট, শিলংপট্টি, মধ্যশহর পয়েন্ট, ডিসি বাংলো পয়েন্ট, গান্ধী বাগে পৌঁছে। এদিন সর্দার ভল্লবভাই প্যাটেলের প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, জেলা আয়ুক্ত মৃদুল যাদব, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, দুই সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কণাদ পুরকায়স্থ, বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সমাজকর্মী, এনজিও প্রতিনিধিরা, ক্রীড়াবিদ, এনএসএস ও এনসিসি সদস্য, বিশিষ্ট নাগরিকবৃন্দ, সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
পদযাত্রা শেষে গান্ধী বাগে অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান, যা আয়োজন করেছে জেলা সাংস্কৃতিক পরিক্রমা বিভাগ, জেলা প্রশাসন কাছাড়ের সহযোগিতায়। অনুষ্ঠানে দেশাত্মবোধক সংগীত, নৃত্য ও বক্তব্যের মাধ্যমে সর্দার বল্লভভাই প্যাটেলের জীবন, কর্ম ও তাঁর অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

