বরাক জুড়ে সঙ্গীত সম্রাট জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি বিভিন্ন সংগঠনের
বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : বরাক উপত্যকায় জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন অকালে প্রয়াত সঙ্গীত জগতের কিংবদন্তি জুবিন গর্গকে শ্রদ্ধা জানানো হল।

কাছাড় জেলা প্রশাসন : অকালে প্রয়াত সঙ্গীত জগতের কিংবদন্তি জুবিন গর্গকে স্মরণে শনিবার শিলচরে এক গম্ভীর ও আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করল কাছাড় জেলা প্রশাসন। জেলা কমিশানর মৃদুল যাদবের নেতৃত্বে জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় শ্রদ্ধাঞ্জলি সভা।
জেলা কমিশনার মৃদুল যাদব জুবিন গর্গের প্রতিকৃতিতে মাল্য অর্পণ করেন এবং সঙ্গে ছিলেন জেলার উর্দ্ধতন আধিকারিক ও কর্মচারীরা। স্মৃতিচারণ করতে গিয়ে জেলা কমিশনার যাদব বলেন, “তাঁর সঙ্গীত সীমান্ত ভেঙে মানুষের হৃদয়কে একসূত্রে গেঁথে দিয়েছে। জুবিন দা আসামের সংস্কৃতিকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন।” অনুষ্ঠানে অতিরিক্ত জেলা কমিশনার ডাঃ খালেদা সুলতানা আহমেদ, সমজেলা কমিশনার লক্ষীপুর ধ্রুবজ্যোতি হাজরিকা, অতিরিক্ত জেলা কমিশনার হেমাঙ্গ নবীস, নির্বাচন আধিকারিক, মাসি টপনো, সহকারী কমিশনার, আশিস বিদ্যাধর উনহালে, দীপা দাস, বহ্নিখা চেতিয়া, সাংস্কৃতিক উন্নয়ন আধিকারিক স্নেহাংশু রায়সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মচারীরা এদিন প্রয়াত জুবিন গার্গের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং সকলে মিলিতভাবে জুবিন গর্গের স্মৃতিচারণ করেন এবং তাঁর অবিস্মরণীয় গান ও শিল্পকীর্তির কথা স্মরণ করে শোক প্রকাশ করেন।

অসম সাহিত্য সভার হাইলাকান্দি শাখা : অসম সাহিত্য সভার হাইলাকান্দি জেলা কমিটি শনিবার সন্ধ্যায় একাদশ শহিদ সরণির ভাষা শহিদ স্মারকস্থলে মোমবাতি জ্বালিয়ে সঙ্গীত শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। জুবিন গর্গ নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেন প্রবীণ সাংবাদিক তিলকরঞ্জন দাস, কবি সুশান্তমোহন চ্যাটার্জি, সাংস্কৃতিক কর্মী শঙ্কর চৌধুরী, সাহিত্য সভার জেলা সভাপতি মনোজ কান্তি দাস। জুবিন গর্গের গান গেয়ে শোনান বিশ্বরূপ শর্মা। পরে প্রয়াত শিল্পীর আত্মার চিরশান্তি কামনায় উদ্যেশ্যে এক মিনিট নীরবতা পালন করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। উপস্থিত ছিলেন অসম সাহিত্য সভার কেন্দ্রীয় কার্যনির্বাহক কমিটির সদস্য অনিন্দ্য কুমার নাথ, শিলচর আঞ্চলিকের সাংগঠনিক সম্পাদক সন্দীপন পাল, জেলা সম্পাদক মৃগেন দেব, প্রাক্তন জেলা সভাপতি খৈরুদ্দিন আহমদ, কবি সুশান্ত মোহন চ্যাটার্জি, জেলা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ভগবান দাস সারদা, বেসরকারি প্রিসেইন্সিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুলের ডিরেক্টর ড. অভিজিত মিত্র, অনিন্দিতা পাল, রামধন দাস, গিরিবাজ দাস প্রমুখ স্থানীয় নাগরিকরা।
হাইলাকান্দি বার লাইব্রেরি : আইনজীবীরা শনিবার হাইলাকান্দি বার লাইব্রেরিতে এক শোকসভার আয়োজন করে অসমের সঙ্গীত জগতের নক্ষত্র জুবিন গর্গের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

আসাম বিশ্ববিদ্যালয় : প্রখ্যাত কণ্ঠশিল্পী তথা আসামের হৃদস্পন্দন জুবিন গর্গকে শ্রদ্ধাবণত চিত্তে স্মরণ করল আসাম বিশ্ববিদ্যালয়। শনিবার বিশ্ববিদ্যালয়ের বিপিনচন্দ্র পাল মিলনায়তনে আয়োজিত হয় সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ‘স্বাগত সূত্র’। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী অনুষ্ঠান আয়োজিত হলেও প্রখ্যাত সঙ্গীতশিল্পীর আকস্মিক মৃত্যুতে তা সংক্ষিপ্ত ভাবে পরিচালিত হয়।
বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা, গবেষক ও শিক্ষার্থীরা প্রয়াত এই শিল্পীর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। সেইসঙ্গে অসম ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যে তাঁর অমূল্য অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। প্রয়াত শিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতাও পালন করা হয়। শোকবার্তা দেন সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক তরুণ বিকাশ সুকাই এবং একই বিভাগের সহকারী অধ্যাপক ড. জয়শ্রী দে।

কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ড :
অসম তথা দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গের প্রয়াণে গোটা রাজ্য শোকাহত। তাঁর স্মৃতিকে স্মরণ করতে শনিবার সন্ধ্যায় কাছাড় জেলার কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের পক্ষ থেকে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গিল্ডের সভাপতি মনজুর আহমদ, সহ-সভাপতি রফিক আহমদ মজুমদার, যুগ্ম সম্পাদক অমলেন্দু মালাকার, কার্য্যালয় সম্পাদক শমীন্দ্র পাল, অর্গানাইজিং সেক্রেটারি রসিদ আহমদ তাপাদার, সদস্য প্রনব মালাকার, হিলাল আহমদ চৌধুরী ও দীপন কুমার দাস উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন কাটিগড়া ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি বাবলি নাথ, বিজেপি কাটিগড়া মন্ডল সভাপতি বিশালাক্ষ দেব ওরফে বাবলা, কাটিগড়া জিপি সভাপতি অসীম দত্ত, সিদ্বেশ্বর জিপি এলাকার আঞ্চলিক সদস্য রাহুল কুমার দাম, যুব নেতা সত্যজিৎ দাস, স্থানীয় সমাজসেবী শঙ্কু দত্ত সহ আরও অনেকে। সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ শিল্পী জুবিন গার্গের সঙ্গীত জগতে অসামান্য অবদান ও তাঁর অকাল প্রয়াণে সৃষ্ট শূন্যতার কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ করেন।

শ্রীভূমি জেলা প্রশাসন : অসমের প্রখ্যাত সঙ্গীত শিল্পী, চলচিত্র নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সদ্য প্রয়াত জুবিন গর্গের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার শ্রীভূমি জেলা প্রশাসন থেকে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদী সহ ডিডিসি দীপক জিডুং, এডিসি নিলোৎপল পাঠক, উদয় শঙ্কর দত্ত, অমৃত প্রভা দাস অন্যান্য প্রশাসনিক আধিকারিক জেলা আয়ুক্ত কার্যালয়ের সর্বস্তরের কর্মী ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এতে উপস্থিত হয়ে জুবিন গর্গের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্জ্বলন ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সভায় জেলা আয়ুক্ত জুবিন গার্গের মৃত্যুতে সঙ্গীত জগতের নক্ষত্র পতন হয়েছে বলে উল্লেখ করেন। তিনি জুবিন গার্গকে এক পবিত্র ও খোলা মনের মানুষ হিসেবে আখ্যায়িত করে জানান যে তিনি তার মধুর কন্ঠ ও সর্বস্তরের মানুষের প্রতি ভালবাসার জন্য সর্বদা মানুষের মনের মধ্যে বেচে থাকবেন। অনুষ্ঠানে বিদেহী আত্মার চির শান্তি কামনা করে দুই মিনিট নিরবতা পালন করা হয়। এদিকে রাজ্য সরকার থেকে প্রয়াত জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর সমগ্র রাজ্যে তিন দিনের রাষ্টীয় শোক ঘোষণা করা হয়েছে। ওই তিন দিন সব ধরণের বিনোদনমূলক কার্যক্রম বন্ধ থাকবে। তবে সেবা সপ্তাহের অঙ্গ হিসেবে চলতে থাকা স্বাস্থ্য শিবির, নিক্ষয় মিত্র ও বৃক্ষ রোপণ কার্যসূচি যথারীতি চলবে বলে এক সরকারি বার্তায় জানানে হয়েছে।

হাইলাকান্দি জেলা প্রশাসন : জনপ্রিয় কন্ঠশিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে হাইলাকান্দির জেলা প্রশাসন থেকেও গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার বিকেলে হাইলাকান্দি জেলা কমিশনারের সভাকক্ষে আয়োজিত আধিকারিক ও কর্মচারীদের এক শোকসভায় প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানানো হয়। এছাড়া সভায় শিল্পীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। প্রশাসনের পক্ষে এডিসি ত্রিদিব রায় শিল্পীর প্রতিকৃতিতে মাল্যদান করেন।

হাইলাকান্দি বরাকবঙ্গ : শনিবার সন্ধ্যায় হাইলাকান্দি বঙ্গভবনে সম্মেলনের শহর আঞ্চলিক সমিতির পক্ষ থেকে এক শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করলে শহরের কবি- সাহিত্যিক, কণ্ঠ শিল্পী, নৃত্য শিল্পী, সাংবাদিকের উপস্থিত থেকে প্রয়াতের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। শুরুতে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। তারপর শহর আঞ্চলিক সমিতির সভাপতি সুরজিৎ দেবের পৌরহিত্যে শুরু হয় স্মৃতিচারণ সভা। এতে প্রয়াতের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন শতানন্দ ভট্টাচার্য, শংকর চৌধুরী, নিজাম উদ্দিন চৌধুরী, গৌতম গুপ্ত, পিনাকপাণি ভট্টাচার্য, নীহারেন্দু চৌধুরী, সলিল পুরকায়স্থ, জিতেন্দ্র নাথ,কল্লোল চৌধুরী, কবিতা দাস, সুরজিৎ দেব প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মলিনা চৌধুরী, তাপসী পাল, সোমদত্তা চৌধুরী, অনিন্দিতা পাল সহ আরও অনেকে। সভার সার্বিক পরিচালনা করেন পূরবী মিশ্র।

মাতৃভূমি সমাজিক সংস্থা : ধলাই মাতৃভূমি সমাজিক সংস্থা বিখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শোকসভার আয়োজন করে। শনিবার ধলাই মাতৃভূমি সংস্থা কার্যালয়ে আয়োজিত স্মরণ সভায় গর্গের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন সংস্থা কর্মকর্তারা।
একেধারে গায়ক, পরিচালক, প্রযোজক এবং অসমের সাংস্কৃতিক সংগীত জগতের সঙ্গে জড়িয়ে থাকা অসাধারণ শিল্পী তথা সংগীতকার জুবিন গর্গের মর্মান্তিক প্রয়াণ হয়েছে এই সংবাদকে গভীর ভাবে মর্মাহত করেছে অসমবাসীকে। মাতৃভূমি সংস্থার সভাপতি সিতাংশু দাস বলেন, জুবিন গার্গের অকাল প্রয়াণে অত্যন্ত দুঃখিত, অত্যন্ত বেদনাদায়ক এই সংবাদে আমরা মুষড়ে পড়েছি।
সংস্থার সকলেই জুবিন গর্গের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে উনাকে পুষ্পস্তবক ও পুষ্পাঞ্জলি দিয়ে উনার বিদেহী আত্মাকে সম্মান জানিয়েছেন। জুবিন গর্গের অকাল প্রয়াণ গোটা উত্তর পূর্বাঞ্চল তথা দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন তিনি। উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি শঙ্কর ভট্টাচার্য ও লীলা পুরকায়স্থ, সম্পাদক অসুক দাস, কোষাধ্যক্ষ বাপ্পা পাল, শীখা লস্কর, পিংকু বর্মন, সত্যজিৎ দে প্রমুখ।