ভাইপোকে বহিষ্কার মায়াবতীর
৩ মার্চ : বহুজন সমাজ পার্টি বা BSP প্রধান মায়াবতী তাঁর ভাইপো আকাশ আনন্দের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছেন। সোমবার আকাশকে দল থেকে বহিষ্কার করেছেন সুপ্রিমো। এই পদক্ষেপের বিষয়ে মায়াবতী বলেন যে দলের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাত্র একদিন আগে অর্থাৎ গতকাল, রবিবার BSP প্রধান মায়াবতী ভাইপো আকাশ আনন্দকে দলের সব পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক চরমে পৌঁছেছে।
