নিভিয়া লালছড়ায় বনোদুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর, উত্তেজনা

বরাক তরঙ্গ, ১১ ডিসেম্বর : রামকৃষ্ণ নগর এলাকার দামছড়া ত্রিপুরা  পুঞ্জির মন্দির জ্বালানোর ঘটনার পর এবার নিভিয়া লালছড়া জিপির রায়পুর গ্রামের বহু পুরনো এক বনোদুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর করল দুষ্কৃতিরা। রবিবার রাতে এ জঘন্য ঘটনাটি সংঘটিত হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করেছে। খবর পেয়ে সোমবার সকাল ডিএসপি নারায়ণ বড়ো, নিভিয়া ওয়াচ পোস্টের এসআই রাজপ্রতাপ সিনহা ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে সামাল দেন। অতিসত্বর দুষ্কৃতীদের ধরা হবে বলে আশ্বাস দেন।

নিভিয়া লালছড়ায় বনোদুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর, উত্তেজনা

লালচড়া জিপি সভাপতি সঞ্জয় গোস্বামী বলেন, তিনি বিধায়কের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেছেন এবং অতিসত্বর সেখানে একটি কমিটি বানিয়ে সুন্দর করে একটি মন্দির তৈরি করে আবার প্রতিমা বসাবেন আর দুষ্কৃতীদের পাকড়াও করে উপযুক্ত শাস্তি দেওয়ার আবেদন করেন পুলিশ প্রশাসনের কাছে।

এ দিকে, হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে পিন্টু রায় বলেন, বেশ ক’দিন থেকে যেভাবে হিন্দু মন্দির ও হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে এরকম চললে আগামী দিনে তারা চুপ থাকবেন না। অতিসত্বর দুষ্কৃতিদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়া দাবি করেন।

Author

Spread the News