বৃদ্ধাশ্রমে পনেরো দিনের খাদ্যসামগ্রী দান লায়ন্সের ভ্যালি ভিউ-র

বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : মালুগ্রাম, শিববাড়ি সংলগ্ন বৃদ্ধাশ্রমে পনেরো দিনের খাদ্যসামগ্রী দান করল লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ। সোমবার সামগ্রীগুলো রাইজিং ইয়ুথ সোসাইটির কর্নধার পিনাক রায় ও জুনোশ্রী প্রকাশের হাতে তুলে দেওয়া হয়। ক্লাব ভ্যালি ভিউ-এর সভানেত্রী লায়ন বন্দিতা ত্রিবেদী রায়ের নেতৃত্বে এক প্রতিনিধিদল বৃদ্ধাশ্রমে উপস্থিত হয়ে কর্তৃপক্ষ ও বাসিন্দাদের সঙ্গে কিছু সময় কাটান ও বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন।

ক্লাবের গাইডি়ং লায়ন সঞ্জীব রায় তাঁর বাবা প্রাক্তন বিধায়ক প্রয়াত গৌরিশঙ্কর রায়ের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সামগ্রীগুলো দান করেন। অনুষ্ঠান চলাকালীন বৃদ্ধাশ্রমে ক্লাবের গাইডিং লায়ন সঞ্জীব রায়, প্রোজেক্ট চেয়ারপারসন মিনারা লস্কর , পুষ্পাবতি রায় ও সঞ্জীবন রায় উপস্থিত ছিলেন। খাদ্যসামগ্রীগুলোর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, পনির, সয়াবিন এবং মুড়ি, বিস্কুট, দুধ ইত্যাদি।

Spread the News
error: Content is protected !!