ভাসছে গুজরাট, ভয়াবহ পরিস্থিতি ভদোদরা শহরে
২৯ আগস্ট : তুমুল বৃষ্টিতে ভাসছে গুজরাট। গত চারদিন একটানা অতি ভারি বৃষ্টিতে বন্যা পরিস্থিতি গোটা রাজ্যেই। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও ভয়াবহ পরিস্থিতি ভদোদরা শহরে। প্রশাসন সূত্রে খবর, গত তিনদিনে গুজরাটে ২৯ জন প্রাণ হারিয়েছেন। শুধুমাত্র ভদোদরায় সাতজনের মৃত্যু হয়েছে। বুধবার পর্যন্ত গোটা রাজ্যে ৪০ হাজার মানুষ গৃহহীন। ভদোদরায় ঘরছাড় পাঁচ হাজার বাসিন্দা। গৃহহীনদের উদ্ধার করে দ্রুত অস্থায়ী ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।এখন বহু মানুষ বন্যাকবলিত এলাকায় আটকে রয়েছেন।
বৃষ্টি থেকে এখনই রেহাই পাবে না গুজরাট। বৃহস্পতিবারেও অতি ভারি বৃষ্টিপাতের লাল সতর্কতা রয়েছে গুজরাটে। আগামীকাল, শুক্রবার পর্যন্ত ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে নীচু এলাকা, নদী, জলাধারের জলস্তর নামার সম্ভাবনা নেই। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গোটা রাজ্যের ২৪টি নদীই বিপদসীমার উপরে বইছে। জলস্তর বেড়েছে ২০৬টি জলাধারেই। তবে বিপদসীমা পেরিয়ে যাওয়ায় ১২২টি জলাধারের আশেপাশে সতর্কতা জারি করা হয়েছে।
রেল সূত্রে খবর, একাধিক জেলায় রেললাইনে জল জমে যাওয়ায় এখনও পর্যন্ত ৪৮টি ট্রেন বাতিল করা হয়েছে। ঘুরপথে বহু ট্রেন চলাচল করছে। রাজ্যের ভয়াবহ পরিস্থিতির খবর পেয়ে মুখ্যমন্ত্রীর ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বন্যা পরিস্থিতি ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি সবধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।
খবর : আজকাল ডট ইন।