উৎকোচ : অসম গ্রামীণ ব্যাঙ্কের শাখা ম্যানেজার গ্রেফতার

বরাক তরঙ্গ, ৯ ফেব্রুয়ারি : এবার অসম গ্রামীণ ব্যাঙ্কের শাখা ম্যানেজার উৎকোচ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন। দুর্নীতি নিরারণ শাখার কর্মকর্তারা শাখা ম্যানেজার আফতাব হুসেনকে গ্রেফতার করেন। তিনি একটি আত্মসহায়ক দলের কাছে ঋণ প্রদান করতে ৯,৫০০ টাকা দাবি করেন। গ্রেফতার হওয়া আফতাব হুসেন অসম গ্রামীণ ব্যাঙ্কের ধিং শাখার ম্যানেজার।

জানা যায়, অসম গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের ধিং শাখার ম্যানেজার আফতাব হুসেন ৯,৫০০ টাকা নেওয়ার সময় গ্রেফতার হন। গ্রেফতার করার সময় পলায়ন করেন ম্যানেজার। দুর্নীতি দমন ও তদারকি শাখার কর্মকর্তারা পিছু ধাওয়া করেন। পুলিশকর্তা রতন দাস ও পরিদর্শক তপন তালুকদারের নেতৃত্বে দুর্নীতি দমন ও তদারকি শাখা (এসিএসবি) তাঁকে গ্রেফতার করেন। তাঁর আক্রমণে রতন দাস আহত হন। এরপর আফতাবকে নিয়ে ধিঙে তাঁর ভাড়া ঘরে অভিযান চালায় দুর্নীতি দমন দল। তার বিরুদ্ধে বহু মানুষের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে।

উৎকোচ : অসম গ্রামীণ ব্যাঙ্কের শাখা ম্যানেজার গ্রেফতার

Author

Spread the News