জেল হাজতে USTM চ্যান্সেলর মহবুবুল, ১৫ জন আইনজীবীর আবেদন খারিজ

অধ্যক্ষাসহ পাঁচ শিক্ষকও হাজতে

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : USTM চ্যান্সেলর মহবুবুল হককে জেল হাজতে পাঠানো হল। একইভাবে পাঁচ শিক্ষককেও সাত দিনের হেফাজতে পাঠিয়েছে শ্রীভূমি পুলিশ। শনিবার রাত অবধি চলে আদালত।
মহবুবুল হকের পক্ষে ১৫ জন আইনজীবী আবেদন দাখিল করলে খারিজ হয়। অবশেষে জেল হাজতে পাঠানো হয়েছে।

জেল হাজতে USTM চ্যান্সেলর মহবুবুল, ১৫ জন আইনজীবীর আবেদন খারিজ

শুক্রবার মাঝরাতে গুয়াহাটি ঘোড়ামারার বাসভবন থেকে হককে পুলিশ গ্রেফতার করে। শনিবার বিকেলে গুয়াহাটি থেকে শ্রীভূমিতে নিয়ে আসা হয় তাঁকে। পাশাপাশি পাথারকান্দি সেন্ট্রাল পাব্লিক স্কুলের অধ্যক্ষা হীরামণি শইকিয়া, শিক্ষক বিজয় দত্ত, রজাক আলি, ইমদাদুর রহমান ও নোমান আহমদকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য শ্রীভূমি পুলিশ সদর কার্যালয়ে পাঠানো হয়েছিল।

জেল হাজতে USTM চ্যান্সেলর মহবুবুল, ১৫ জন আইনজীবীর আবেদন খারিজ

পাথারকান্দির সেন্ট্রাল পাবলিক স্কুল আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে! এবারের অভিযোগ উচ্চমাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় স্বজনপোষণের। পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের বিরুদ্ধে একাংশ পরীক্ষার্থীদের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ ওঠায় উত্তেজনা ছড়ায় গোটা স্কুলে।

Author

Spread the News