বিভিন্ন দাবিতে রেলওয়ের জেনারেল ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ ইউজারস ফেসিলিটিস ফেডারেশনের
পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : অল ইন্ডিয়া রেলওয়ে পেসেঞ্জারস ইউজারস ফেসিলিটিস ফেডারেশনের সভাপতি পণ্ডিত সঞ্জীব নারায়ন দাশের নেতৃত্বে একদল প্রতিনিধি মালিগাঁওয়ে শুক্রবার উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তবের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করেন।
দাবি গুলোর মধ্যে ছিল দূরপাল্লার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আধুনিক বগি সহ পেন্টিকারের ব্যবস্থা, ধর্মনগর ও শিলচরের মধ্যে দৈনিক ট্রেনের ব্যবস্থা করা, ভৈরবী ও গুয়াহাটির মধ্যে ট্রেন চলাচল শুরু করা। এছাড়া নাগাল্যান্ডের কোটায় ডিব্রুগড় পর্যন্ত যেভাবে রাজধানী এক্সপ্রেস ট্রেন চালানো হয়, সেভাবে মণিপুরের কোটায় শিলচর পর্যন্ত রাজধানী এক্সপ্রেস চালানোর দাবি জানানো হয়।
জেনারেল ম্যানেজার বিষয় গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন বলে পণ্ডিত দাশকে আশ্বাস দেন। অল ইন্ডিয়া রেলওয়ে পেসেঞ্জারস ইউজারস ফেসিলিটিস ফেডারেশনের উপদেষ্টা হারাণ দে এক প্রেস বিজ্ঞপ্তিতে এখবর জানান।