প্রয়াত অধ্যাপিকার “বরাকের লোককথা : ঐতিহ্য ও পটভূমি” গ্রন্থের উন্মোচন

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ জুন : প্রয়াত অধ্যাপিকা অমিয়া বন্দ্যোপাধ্যায়ের লেখা “বরাকের লোককথা : ঐতিহ্য ও পটভূমি” গ্রন্থের উন্মোচন হল। শনিবার ইলোরা হেরিটেজে কবি-সাংবাদিক অতীন দাশ, লোক গভেষক অমলেন্দু ভট্টাচার্য, অধ্যাপক শঙ্কর ভট্টাচার্য, উইমেন্স কলেজের প্রাক্তন অধ্যক্ষ শ্যামলী কর ভাওয়ালের হাত দিয়ে গ্রন্থটির মোড়ক উন্মোচন হয়। উন্মোচন উপলক্ষে কবি-সাংবাদিক অতীন দাশের সভাপতিত্বে শুরু হয় সভা। সভায় স্বাগত বক্তব্য রাখেন বীরেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। বলেন, স্বাভাবিক ভাবে গ্রন্থ উন্মোচন করা হয় লেখকে প্রেরণা যোগানোর জন্য কিন্তু আজকের এই উন্মোচন ব্যতিক্রম, লেখকের প্রেরণা পাওয়ার অবকাশ নেই। তবে লেখকের গ্রন্থ যদি সমাজের কাজে লাগে তাহলে সার্থক হবে। এই গ্রন্থ প্রকাশে অনেকে সহযোগিতা করেছেন বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, লোক সাহিত্যের প্রতি কাজ করার বাসনা ছোটবেলা থেকেই তৈরি হয়েছিল অমিয়া দেবীর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আশুতোষ ভট্টাচার্য তাঁকে সহযোগিতা করেন। লালা কলেজে চাকরি করতেন অমিয়া দেবী। এও জানান, ৯৫ সালে বরাকের হিন্দু সমাজের বিবাহের চালচিত্র নিয়ে বই লেখেন অমিয়া দেবী।

সভায় বক্তব্য রাখেন অমলেন্দু ভট্টাচার্য, অধ্যাপক শঙ্কর ভট্টাচার্য, উইমেন্স কলেজের প্রাক্তন অধ্যক্ষ শ্যামলী কর ভাওয়াল সহ দুই মেয়ে গার্গী বন্দ্যোপাধ্যায় ও মৈত্রী বন্দ্যোপাধ্যায়। সভা সঞ্চালনা করেন রমাপদ ভট্টচার্য। উন্মোচন অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অনন্যা রায় বর্মণ। তবলায় সহযোগিতা করেন ভাস্কর দাস। উল্লেখ্য, অধ্যাপিকা অমিয়া বন্দ্যোপাধ্যায় মারা যাওয়ার ২১ বছর পর এই গ্রন্থ উন্মোচন করে তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন সবাই।

Author

Spread the News