‘আঙ্কল, এখন আসতে দেবেন না, দশ মিনিট দেরি হবে’ শিশুটির আর্তনাদ

বরাক তরঙ্গ, ১ মার্চ : গুয়াহাটির শিলসাঁকোত চলছে উচ্ছেদ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে চলা উচ্ছেদে অভিযানে গৃহহীন হয়ে অসহায় হয়ে পড়েছেন অনেক মানুষ লোক। মুখ্যমন্ত্রীর মতে, গত ছয়-সাত বছরে এই এলাকাগুলি দখল করা হয়েছিল। এর মধ্যে ভাইরেল হয়ে পড়ে একটি শিশু। একটি শিশু তার হাতে দুটি ছোট বাক্স নিয়ে একজন পুলিশের কাছে আসে। শিশুটি এসে বলল, ‘আঙ্কল, ওকে এখন আসতে দেবেন না। আমাদের জিনিসপত্র খালি করা হয়নি। প্রায় ১০ মিনিট দেরি হবে।

এই শিশুটি হয়তো জানে না উচ্ছেদ কাকে বলে। এই শিশুটির কথায় আবেগপ্রবণ হয়ে পড়েছেন মানুষ। ছোট এই শিশুটিও তার বাবা-মায়ের সঙ্গে ঘরের জিনিসপত্র নিয়ে আসছে। হয়তো সে তার খেলনা আনার চেষ্টা করছে বা কিছু রেখে গেছে ঘরের মধ্যে। সম্ভবত শিশুটির পরিবার কোনও দালাল চক্রের শিকার হয়েছে বা অন্যথায় জমি দখল করেছে। শিশুর কান্না কারও কারও মন ভেঙে গেছে।

Author

Spread the News