নালায় পড়া শাবককে তুলতে না পেরে কবর দিয়ে গেল হাতির দল

২৬ অক্টোবর : চা বাগানের সংকীর্ণ নিকাশি নালায় পড়ে যাওয়া শাবককে জীবিত অবস্থায় উদ্ধার করতে না পেরে মৃত হস্তিশাবকের দেহ কবর দিয়ে গেল হাতির দল৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের নিউ ডুয়ার্স চা বাগানে। জানা গেছে, চা বাগানের মাঝের সরু নিকাশি নালা পেরোতে গিয়ে প্রায় চার মাস বয়সী শাবকটি কোনওভাবে সেখানে পড়ে গিয়েছিল। প্রাথমিক অনুমান, ড্রেনে পড়ে যাওয়ার পর মা হাতি সহ দলের অন্যান্য হাতিরা দীর্ঘ সময় ধরে শাবকটিকে টেনে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। উল্টো হয়ে দীর্ঘক্ষণ পড়ে থাকায় শাবকটির মৃত্যু হয়েছে বলে অনুমান বনকর্মীদের। এরপর হাতির দল শাবকটির দেহ সমাধিস্থ করার চেষ্টা করে জঙ্গলে ফিরে যায়। 

বৃহস্পতিবার সকালে নিউ ডুয়ার্স চা বাগানের ৫৮ নম্বর সেকশনে একটি হাতির বাচ্চাকে মৃত অবস্থায় স্থানীয় শ্রমিকেরা পড়ে থাকতে দেখেন। জায়গাটি ডায়না চা বাগানের টুকরো জঙ্গল সংলগ্ন এলাকায়। হাতির দল ডায়নার জঙ্গল থেকে বেরিয়ে রেডব্যাঙ্ক, ডায়না চা বাগান, নিউ ডুয়ার্স, কাঠালগুঁড়ি হয়ে রেতির জঙ্গলে যাতায়াত করে। এই পথেই এদিন ঘটনাটি ঘটেছে।

খবর পেয়ে বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের রেঞ্জার ধ্রুবজ্যোতি বিশ্বাস সহ বনকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। জলপাইগুড়ি ডিভিশনের ডিএফও এবং গরুমারা ডিভিশনের বনদপ্তরের পশু চিকিৎসক ডাঃ শ্বেতা মণ্ডলও ঘটনাস্থলে আসেন। দীর্ঘ চেষ্টায় হাতির দেহটি উদ্ধার করা হয়। এর আগে ডুয়ার্সে হাতির শাবক মৃত্যুর ঘটনা একাধিকবার ঘটেছে। তখনও হাতির দল শাবকের মৃতদেহ সমাধিস্থ করার চেষ্টা করেছিল। বনদপ্তর সূত্রে জানা গেছে নিউ ডুয়ার্স চা বাগানের ড্রেন থেকে উদ্ধার হওয়া চার মাস বয়সী স্ত্রী শাবকটির দেহ গরুমারার জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হতে দেহটির ময়নাতদন্ত করা হবে। তারপর সেখানেই দেহটি দাহ করা হবে।
সূত্র : আজকাল অনলাইন।

Author

Spread the News