ULFA-র শহিদ দিবস, ধলাইয়ে জোর তল্লাশি
রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৫ জুলাই : আগামী ২৭শে জুলাই আসামের উগ্রপন্থী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম (ULFA) তাদের ‘শহিদ দিবস’ পালন করতে চলেছে। ১৯৯১ সালের এই দিনে অসমের দরং জেলায় নিরাপত্তা বাহিনীর হাতে আলফার পাঁচ সদস্য নিহত হয়েছিলেন, সেই স্মরণে তারা এই দিনটি পালন করে। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে সংগঠনটি যাতে কোনও প্রকার নাশকতামূলক কার্যকলাপ সংঘটিত করতে না পারে, তার জন্য অসম পুলিশ রাজ্যজুড়ে, বিশেষ করে প্রবেশদ্বারগুলিতে, নিরাপত্তা ব্যবস্থা কয়েকগুণ জোরদার করেছে।
বিশেষ করে মিজোরাম থেকে আসামে প্রবেশের প্রধান পথ ৩০৬ নম্বর জাতীয় সড়ক এবং মিজোরামের সঙ্গে সংযোগকারী অন্যান্য সড়কগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। ধলাই থানার ওসি কুলেন্দ্র হুজুরির নেতৃত্বে গত কয়েকদিন ধরে এই অভিযান চলছে। ধলাই থানার সামনে বিগত কয়েক বছর ধরেই ২৪ ঘন্টা নাকা তল্লাশি চলে আসছিল, তবে আলফা (স্বাধীন)-এর শহীদ দিবসকে কেন্দ্র করে এই তল্লাশি আরও নিবিড় করা হয়েছে।
উল্লেখ্য, ধলাই থানা এলাকার বিভিন্ন নাকা তল্লাশি পয়েন্টে অতীতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী, বিদেশি বন্যপ্রাণী এমনকি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে। পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম ও মণিপুর মায়ানমারের সঙ্গে দীর্ঘ সীমান্ত ভাগ করে। মায়ানমারের সঙ্গে ভারতের এই সীমান্তগুলি উন্মুক্ত হওয়ায় আলফা জঙ্গিদের মায়ানমারে অবস্থান করার সুযোগ রয়েছে। এই পরিস্থিতিতে, মণিপুর হয়ে মিজোরাম দিয়ে আসামে জঙ্গিদের প্রবেশের সম্ভাবনা থাকায় তল্লাশি আরও জোরদার করা হয়েছে।
অতীতেও দেখা গেছে, মণিপুরের চুড়াচান্দপুর থেকে মিজোরাম হয়ে অসমে প্রবেশের পথে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। একইভাবে, মায়ানমার থেকে মিজোরাম হয়ে আসামে প্রবেশের সময়ও বিপুল পরিমাণ নেশাজাতীয় দ্রব্য এবং আগ্নেয়াস্ত্র আটক করেছে পুলিশ। এই সমস্ত অতীত অভিজ্ঞতাকে মাথায় রেখে ধলাই পুলিশ এবার আরও সতর্কতার সঙ্গে নাকা তল্লাশি চালাচ্ছে।
ধলাই থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন ২৭শে জুলাইকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষকেও যেকোনও সন্দেহজনক গতিবিধি সম্পর্কে পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। ULFA-এর শহিদ দিবস পালনের প্রেক্ষিতে রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বদ্ধপরিকর।