উজ্জ্বল আর্ট স্কুল কটামণি শাখার প্রতিযোগিতা

বরাক তরঙ্গ, ১২ ফেব্রুয়ারি : পূর্ব সুচি অনুযায়ী রবিবার চিত্র উজ্জ্বল আর্ট স্কুল কটামণি শাখার উদ্যোগে ও বন্ধন ব্যাঙ্ক কালাছড়া ব্রাঞ্চ এর সহযোগিতায় কটামণি কুসুম বিকাশ বিদ্যাপীঠে একটি অঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। এদিনের অঙ্কন প্রতিযোগিতায় এলাকার বিভিন্ন স্কুল থেকে মোট ৬০ জন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। উক্ত প্রতিযোগিতাটি তিনটি ভাবে বিভক্ত ছিল, গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। এতে প্রথম স্থান লাভ করেন ঝেরঝেরি এঞ্জেলস অ্যাকাডেমির অনিশা পারভিন, মাকুন্দা স্কুলের সৌহার্দ্য দেব এবং কুসুম বিকাশ বিদ্যাপীঠের রত্নদীপ চন্দ। দ্বিতীয় স্থান লাভ করেন মাকুন্দা স্কুলের রিধম পাল, এঞ্জেলস অ্যাকাডেমির সাহানা ইয়াসমিন এবং বাজারিছড়া স্বামী বিবেকানন্দ লিটিল ফ্লাওয়ার স্কুলের রূপঙ্কর ঘোষ।

উজ্জ্বল আর্ট স্কুল কটামণি শাখার প্রতিযোগিতা

তৃতীয় স্থান লাভ করেন কুসুম বিকাশ বিদ্যাপীঠের দেবাঙ্গী পাল, এঞ্জেলস অ্যাকাডেমির আয়েশা পারভিন এবং কটামণি সাইনোসিওর অ্যাকাডেমির মৌমিতা শ্রীবাস্তব। প্রতিযোগিতাদের হাতে পুরস্কার এবং শংসাপত্র তুলে দেন বন্ধন ব্যাঙ্ক কালাছড়া ব্রাঞ্চের ম্যানেজার প্রসেনজিৎ বর্মন, প্রদীপ দেবনাথ, নিয়াজ খান এবং উপস্থিত অভিভাবকরা। শেষে সেন্টারের অঙ্কন শিক্ষক প্রদীপ দেবনাথ তার ধন্যবাদসূচক বক্তব্যের মাধ্যমে বর্তমান যুগে শিশুশিল্পের গুরুত্বপূর্ণ বিষয় গুলো তুলে ধরেন বক্তব্য রাখেন।

Author

Spread the News