ত্রিপুরার বাগবাসায় ৬৪ লক্ষ টাকার মাদক সহ শ্রীভূমির দুই যুবক গ্রেফতার

বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : ত্রিপুরার বাগবাসা এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার করা হল শ্রীভূমির দুই যুবককে। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ৬৪ লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে। জানা গেছে, গোপন সূত্রে পাওয়া খবরের উপর ভিত্তি করে উত্তর ত্রিপুরার বাগবাসা থানার পুলিশ রবিবার সকালে অসম-ত্রিপুরা আট নং জাতীয় সড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সহ অসমের শ্রীভূমি জেলার দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে।

এদিন সকাল থেকেই পুলিশের একটি দল জাতীয় সড়কে ওৎপেতে থাকে, এবং সন্দেহজনকভাবে একটি ওয়াগনার গাড়ির  পিছু ধাওয়া করে চ্যালেঞ্জ জানিয়ে থামানো হয়। এরপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গাড়িতে তল্লাশি চালিয়ে সামনের ও পেছনের সিটের বিভিন্ন গোপন জায়গা থেকে৷ মোট ১৮টি সাবানের কেসে লুকানো ১৮ প্যাকেট সন্দেহজনক হেরোইন উদ্ধার করা হয়। এদিকে, গ্রেফতার হওয়া দুই যুবকের নাম হল সেলিম উদ্দিন ও রুবেল আহমেদ। তাদের বাড়ি শ্রীভূমি জেলায়।

ত্রিপুরার বাগবাসায় ৬৪ লক্ষ টাকার মাদক সহ শ্রীভূমির দুই যুবক গ্রেফতার
ত্রিপুরার বাগবাসায় ৬৪ লক্ষ টাকার মাদক সহ শ্রীভূমির দুই যুবক গ্রেফতার

Author

Spread the News