ট্র্যাক্টরের নিচে আটকে দুই যুবকের মৃত্যু
বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : মাঝরাতে ভয়ঙ্কর দুর্ঘটনা। দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। গৌরব বরদলৈ ও রতন দেউরি নামে দুই যুবকের মৃত্যু হয়। তাঁরা ট্র্যাক্টরে যাওয়ার পথে খাদে পড়ে যায়। অনেকক্ষণ ধরে ট্র্যাক্টরের নিচে আটকে ছিল দুই যুবক। অবশেষে পুলিশের সহায়তায় দেহগুলি উদ্ধার করা হয়।
এ দিকে, মরিগাঁও মাঝমিয়ায় আরেকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। স্টেট ব্যাঙ্কের সঙ্গে কয়েকটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়। একটি ডাম্পার, একটি টাটা হ্যারিয়ার, একটি বলেন এবং একটি বাইকের মধ্যে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। একটি গাড়ি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খাওয়ার পর ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। মরিগাঁও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এবং আহত একজনকে হাসপাতালে পাঠানো সহ গাড়িগুলো হেফাজতে নেয় পুলিশ।
![ট্র্যাক্টরের নিচে আটকে দুই যুবকের মৃত্যু ট্র্যাক্টরের নিচে আটকে দুই যুবকের মৃত্যু](https://baraktaranga.com/wp-content/uploads/2025/01/photogrid_17373182435831723879828114638402-1024x652.jpg)
![ট্র্যাক্টরের নিচে আটকে দুই যুবকের মৃত্যু ট্র্যাক্টরের নিচে আটকে দুই যুবকের মৃত্যু](https://baraktaranga.com/wp-content/uploads/2025/01/photogrid_17216827863796816046364844257279-1024x657.jpg)