মিজোরামে গভীর খাদে মিনি ট্রাক, ধলাইয়ের দুই যুবকের মৃত্যু, আহত ১

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১১ ডিসেম্বর : মিজোরাম এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ধলাইয়ের  দুই যুবক। গুরুতর আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার রাত দশটা নাগাদ আইজল সংলগ্ন শেরখান সড়কের শিপির এলাকায়। জানা যায়, স্থানীয় সুপারি বোঝাই ৪০৭ মিনি ট্রাক গাড়িটি ভাগাবাজারের উদ্দেশ্যে আসছিল। শিপির এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি গভীর খাদে গিয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই মিজো সংগঠন ওয়াইএমএ, পুলিশ ও স্থানীয় মিজো জনতা উদ্ধারে নামেন। দীর্ঘ প্রচেষ্টার পর গভীর খাদ থেকে একজনকে গুরুতর আহত ও দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত ব্যক্তিকে তাৎক্ষণিক আইজল অসামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় মৃত্যু ঘটে গাড়ির মালিক তথা চালক ধলাই থানা এলাকার ইসলামাবাদের বাসিন্দা মৌরুল ইসলাম বড়ভূইয়া (৩৫) ও একই থানা এলাকার সপ্তগ্রামের বাসিন্দা  সহচালক বাবলু হোসেন বড়ভূইয়া (২৭)। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে দক্ষিণ ধলাইয়ের রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজনগর গ্রামের এক যুবককে। আহত ব্যক্তির বাসস্থানের ঠিকানা জানা গেলেও নাম জানা সম্ভব হয়নি।

মিজোরামে গভীর খাদে মিনি ট্রাক, ধলাইয়ের দুই যুবকের মৃত্যু, আহত ১

দুর্ঘটনার খবরে মৃত ও আহতদের পরিবারের সদস্যরা আইজলে পৌঁছেছেন। আইজল অসামরিক হাসপাতালে মরণোত্তর পরীক্ষার পর দু’জনের দেহ নিয়ে আসা হবে। আহত ব্যক্তিকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার তোড়জোড় চলছে।

মিজোরামে গভীর খাদে মিনি ট্রাক, ধলাইয়ের দুই যুবকের মৃত্যু, আহত ১

Author

Spread the News