ঘুংগুর বাইপাসে ছয় কোটি টাকার ইয়াবা সহ আটক দুই যুবক
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ জুলাই : ছয় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবককে আটক করল পুলিশ। সোমবার শিলচর থানার আওতাধীন শিলচর-আইজল সড়কের ঘুংগুর বাইপাস থেকে আটক করা হয় দু’জনকে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ বিশেষ অভিযান নেমে এই বৃহৎ সাফল্য পায়। অভিযান চলাকালীন AS01 FZ/4421নম্বরের একটি বাহনে তল্লাশি চালিয়ে বিশেষভাবে তৈরি চেম্বারে লুকানো ২০ হাজার সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

গাড়িতে থাকা কাবুগঞ্জের ইব্রাহিম আলি লস্করের ছেলে ইনজামুল হক লস্কর, (২৪) ও ভাগার ময়ুর উদ্দিন বড়ভূইয়ার ছেলে হোসেন আহমেদ বড়ভূইয়াকে আটক করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের বাহনও।
কালোবাজারে সাইকোট্রপিক পদার্থের দাম প্রায় ৬ কোটি টাকা বলে ধারনা পুলিশের। মিজোরাম থেকে নিয়ে আসছিল তারা।
