ঘুংগুর বাইপাসে ছয় কোটি টাকার ইয়াবা সহ আটক দুই যুবক

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ জুলাই : ছয় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবককে আটক করল পুলিশ। সোমবার শিলচর থানার আওতাধীন  শিলচর-আইজল সড়কের ঘুংগুর বাইপাস থেকে আটক করা হয় দু’জনকে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ বিশেষ অভিযান নেমে এই বৃহৎ সাফল্য পায়। অভিযান চলাকালীন AS01 FZ/4421নম্বরের একটি বাহনে তল্লাশি চালিয়ে বিশেষভাবে তৈরি চেম্বারে লুকানো ২০ হাজার সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

ঘুংগুর বাইপাসে ছয় কোটি টাকার ইয়াবা সহ আটক দুই যুবক

গাড়িতে থাকা কাবুগঞ্জের ইব্রাহিম আলি লস্করের ছেলে ইনজামুল হক লস্কর, (২৪) ও ভাগার ময়ুর উদ্দিন বড়ভূইয়ার ছেলে হোসেন আহমেদ বড়ভূইয়াকে আটক করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের বাহনও।

কালোবাজারে সাইকোট্রপিক পদার্থের দাম প্রায় ৬ কোটি টাকা বলে ধারনা পুলিশের। মিজোরাম থেকে নিয়ে আসছিল তারা।

ঘুংগুর বাইপাসে ছয় কোটি টাকার ইয়াবা সহ আটক দুই যুবক
Spread the News
error: Content is protected !!