সোনাইয়ে হেরোইন সহ দুই যুবক গ্রেফতার

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৩ মে : সোনাই নাগদিরগ্রাম চতুর্থ খণ্ডে হেরোইন সহ দুই যুবককে গ্রেফতার করল পুলিশ।   গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সোনাই ও লক্ষীপুর পুলিশের যৌথ অভিযানে মোট ৫৭২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এতে আটক করা হয়েছে মোহনখাল চতুর্থ খণ্ডের আনোয়ার হোসেন লস্কর (২৪) ও নগদিরগ্রাম চতুর্থ খণ্ডের হোসেন আহমেদ লস্কর (৩৪) কে।

একটি অল্টো গাড়ি থেকে ৪৪ টি সাবানের কেস থেকে হেরোইন উদ্ধার  করে পুলিশ। মিজোরাম থেকে কাছাড়ে পাচারের সময় আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। নেশার বিরুদ্ধে এই অভিযান চালান লক্ষীপুর পুলিশের এসডিপিও পার্থ প্রতিম বরা ও সোনাই থানার ওসি মানস সন্দিকৈ।

Author

Spread the News