ভাওনা থেকে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা, হত দুই যুবক
বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : যোরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল। রবিবার রাতে এ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঘটে। নিহত দুই যুবক হলেন বিশ্বজিৎ বানিয়া ও সিদ্ধার্থ হাজরিকা।
জানা যায়, বিশ্বজিৎ বানিয়া, সিদ্ধার্থ হাজরিকা ও পিংকু বানিয়া নামে তিন যুবক ভাওনা থেকে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির চত্বরে একটি ধাক্কা মারে। ঘটনাস্থলে মারা যান তারা। পিংকু গুরুতর আহত হয়।
আহতকে যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি ধলাজানে বলে জানা যায়। এ ঘটনায় পুরো ধলাজান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।