ধলাখালে পুলিশের জালে ৯০ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক দুই
রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : অসম-মিজোরাম সীমান্তে আবারও বিপুল পরিমাণ মাদক উদ্ধার। সোমবার গভীর রাতে ধলাখাল বর্ডার আউটপোস্টের সম্মুখে কাছাড় পুলিশ চালায় বিশেষ অভিযান। নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রের ভিত্তিতে সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতোর নির্দেশে পুলিশের একটি দল আগে থেকেই ওৎপেতে বসেছিল।

গভীর রাতে মিজোরাম দিক থেকে আসাম অভিমুখে আসা এএস ০১ পিসি ৮৯৭৬ নম্বরে একটি বোলেরো পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার হয় ৩০ কার্টনে ইয়াবা ট্যাবলেট, প্রতিটি কার্টনে ১০,০০০ ট্যাবলেট। সব মিলিয়ে তিন লক্ষ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাচারের সঙ্গে জড়িত দুই কুকি যুবককে আটক করা হয়েছে এবং গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে সিনিয়র পুলিশ সুপার সংবাদ মাধ্যমকে ডেকে মাদক উদ্ধারের সবিস্তার তুলে ধরতে গিয়ে জানান উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য ৯০ কোটি টাকা।
ধারাবাহিকভাবে মাদকবিরোধী অভিযানে একের পর এক সাফল্য পাচ্ছে পুলিশ, তারপর থামছে না অবৈধ মাদকের দৌরাত্ম্য
বরাক উপত্যকায় প্রায় প্রতিদিনই পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে পাচারকারীদের গ্রেপ্তার করছে। তবুও সীমান্ত ঘেঁষা এলাকায় পাচারকারীরা নিত্য নতুন কৌশল অবলম্বন করছে।কখনো মিজোরাম আবার কখনো মণিপুর সীমান্ত হয়ে অসমে প্রবেশ করছে বিপুল পরিমাণ ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য।