একই পরিবারের দুই নারী ও এক তরুণী নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার

বরাক তরঙ্গ, ১৫ ডিসেম্বর : বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে তিন মহিলা। তাঁদের হদিস এখনও জানা যায়নি। রহস্যময় ঘটনাটি শিবসাগরের চুনপোড়ার। বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন একই পরিবারের দুই নারী ও এক তরুণী।

তাদের নাম পপি চেতিয়া, দীপা চেতিয়া এবং গীতা বিশ্বকর্মা। অনেক খোঁজাখুঁজি করেও তিনজনের কোনও হদিস না পাওয়ায় উদ্বিগ্ন তাদের পরিবার। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে শুক্রবার রাতে শিবসাগর শহরের বাবুপট্টিতে পপি চেতিয়ার মোবাইল লোকেশন ধরা পড়ে। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে তল্লাশি চালালে কোনও সন্ধান মেলেনি। এরপর থেকে পপি চেটিয়ার মোবাইল ফোন বন্ধ রয়েছে। তিনজনকে উদ্ধার করতে পারেনি পুলিশ। পরিবারের সন্দেহ তিনজন দুষ্ট চক্রের হাতে পড়েছে।

একই পরিবারের দুই নারী ও এক তরুণী নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার

Author

Spread the News