সুপারি দিয়ে স্ত্রীকে খুন, গ্রেফতার স্বামী সহ দুই

বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : ৫০ হাজার টাকা সুপারি দিয়ে স্ত্রীকে খুন করালেন স্বামী। এমন লোমহর্ষক ঘটনাটি ঘটে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায়। পুলিশ স্বামী সহ দুই খুনিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

জানা যায়, গত ২৮ জুলাই বিকেল থেকে সিএমও অফিস সংলগ্ন এলাকার মহিলা কনা দেবনাথ দাস (৪৫) নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করে কোনও সন্ধান মেলেনি। গৃহবধূ কনার মেয়ে প্রীতি দেবনাথ বিলোনিয়া মহিলা থানাতে নিখোঁজ ডায়রি করেছিলেন। অবশেষে নিখোঁজের চৌদ্দদিন পর তথা মঙ্গলবার সিপাহীজলা জেলার সোনামুড়ার যাত্রাপুর থানা অধীন কাশারী এলাকর গভীর জঙ্গল থেকে তাঁর পচাগলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, গৃহবধূকে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগে গত পুর নির্বাচনে তৃনমূল কংগ্রেসের প্রার্থী দুলন দাস ও মোহাম্মদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি গৃহবধূর স্বামী রাজু দাসকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, গৃহবধূর স্বামী রাজু স্ত্রী কনা দেবনাথ দাসকে হত্যার জন্য পঞ্চাশ হাজার টাকা ‘সুপারি’ দেয় দুলনকে। দুলন দাসের (২৮) বাড়ি বিলোনিয়ার রাম ঠাকুর পাড়ায়। অপরদিকে মোহাম্মদ মিয়ার (৩৫) বাড়ি রাজনগর মুসলিম পাড়ায়। ওই মহিলার সঙ্গে দুলনের আগে পরিচিতি ছিল। ফোনে কলের মাধ্যমে বাড়ি থেকে বের করে তুলে আনে কাশারীর জঙ্গলে। সেখানেই মাংস কাটার দা দিয়ে মোহাম্মদ মিয়া পিছন দিক থেকে গৃহবধূ কনার গলা কেটে হত্যা করে বলে স্বীকার করে।

মোবাইল ফোন ট্র্যাকের মাধ্যমে সোমবার রাতেই গৃহবধূ কনার স্বামী রাজু সহ দুলন দাস ও মোহাম্মদ মিয়াকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর হত্যার জায়গা সনাক্ত করে পুলিশ। পাশাপাশি গৃহবধূর মেয়ে প্রীতি দেবনাথকে খবর দেওয়া হয় মৃতদেহ সনাক্ত করার জন্য।

মঙ্গলবার সকালে পুলিশ গৃহবধূ কনার মৃতদেহ উদ্ধার করে খবর দেয় ফরেন্সিক বিশেষজ্ঞ দলকে। তবে কেন এই হত্যাকাণ্ডএই নিয়ে এখনই পুলিশ কিছু বলতে চাইছে না। পঞ্চাশ হাজার টাকা দিয়ে স্ত্রীকে খুন করানোর ঘটনায় জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Spread the News
error: Content is protected !!