ইট ছুঁড়ে সার্জেন্টের চোখ নষ্ট করায় গ্রেফতার দুই

৩০ আগস্ট : নবান্ন অভিযানের সময় স্ট্র্যান্ড রোডের কাছে কর্তব্যরত ছিলেন দেবাশিস। পুলিশের গাড়িতেই ছিলেন তিনি। তাঁদের গাড়ি লক্ষ্য করে আচমকা ইট ছোড়া শুরু হয়। একটি ইট সরাসরি দেবাশিসের চোখে লাগে। তাঁকে সেখান থেকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ওই গাড়িতে থাকা আরও কয়েক জন পুলিশকর্মী আহত হয়েছেন ইটের আঘাতে।

এই ঘটনায় ময়দান থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতেই বৃহস্পতিবার দু’জনকে গ্রেফতার করল পুলিশ।

লালবাজার সূত্রে খবর, ধৃত মহিলার নাম রিঙ্কু সিংহ, তিনি মহেশতলার বাসিন্দা। এ ছাড়া, সুব্রত দাস নামের আরও এক যুবককে গ্রেফতার করা হয়েছে। দু’জনকেই পুলিশ গত দু’দিন ধরে খুঁজছিল।

ওই এলাকার ক্যামেরায় যাঁদের দেখা গিয়েছে, তাঁদের মধ্যে এই দু’জন ছিলেন। তাঁদের হামলাকারী হিসাবে চিহ্নিত করে সমাজমাধ্যমে ছবি পোস্ট করেছিল কলকাতা পুলিশ।

সাধারণ মানুষের কাছে ওই হামলাকারীদের সন্ধান চাওয়া হয়েছিল। ঘটনার দু’দিনের মাথায় তাঁদের গ্রেফতার করা হল। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।

ইট ছুঁড়ে সার্জেন্টের চোখ নষ্ট করায় গ্রেফতার দুই
ইট ছুঁড়ে সার্জেন্টের চোখ নষ্ট করায় গ্রেফতার দুই

Author

Spread the News