কর্তব্যরত চিকিৎসককে গুলি করে খুন দুই কিশোরের

৩ অক্টোবর : চিকিৎসক নিগ্রহের ঘটনা থামছেই না। দিল্লির হাসপাতালে ৫৫ বছর বয়সি চিকিৎসককে গুলি করে খুন করল দুই কিশোর। কর্তব্যরত অবস্থায় ছিলেন ওই চিকিৎসক। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসা করাতে এসেই চিকিৎসকের উপর হামলা চালায় দুই কিশোর।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভয়ঙ্কর হত্যাকাণ্ডটি ঘটেছে দিল্লির জৈতপুর এলাকার নিমা হাসপাতালে সপ্তাহ দিন আগে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মধ্যরাতে দুই কিশোর হাসপাতালে এসেছিল। একজনের পায়ে চোট ছিল। ড্রেসিং করানোর পর চিকিৎসক ডা. জাভেদ আখতারের থেকে প্রেসক্রিপশন চাইতে তাঁর ঘরে ঢোকে। এর কিছুক্ষণ পরেই পরপর গুলির আওয়াজ শোনা যায়।

হাসপাতালের নার্স, কর্মীরা ছুটে যান চিকিৎসকের ঘরে। সেখানে রক্তাক্ত অবস্থায় তাঁকে লুটিয়ে থাকতে দেখেন। ততক্ষণে পালিয়ে যায় দুই কিশোর। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্যে। পরিকল্পনা করেই চিকিৎসককে গুলি করে খুন করা হয়েছে বলেই অনুমান করা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

কর্তব্যরত চিকিৎসককে গুলি করে খুন দুই কিশোরের
কর্তব্যরত চিকিৎসককে গুলি করে খুন দুই কিশোরের

Author

Spread the News