ত্রিপুরায় কুকুর কেটে মাংস খাওয়া ও বিক্রি, হীরাছড়া চা-বাগানে ধরা পড়ল দুই ব্যক্তি

বরাক তরঙ্গ, ৩ আগস্ট : ত্রিপুরার ঊনকোটি জেলার হীরাছড়া চা-বাগান এলাকায় কুকুর কেটে মাংস খাওয়া ও বিক্রির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় চা-শ্রমিকদের তৎপরতায় রবিবার দুপুরে দুই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেধে রাখার ঘটনা ঘিরে পুরো এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সাম্প্রতিক সময়ে চা-বাগান সংলগ্ন এলাকায় পোষা কুকুর নিখোঁজ হওয়ার ঘটনা ক্রমেই বেড়ে চলছিল। গৃহস্থ বাড়ি থেকে পোষা প্রাণী, বিশেষ করে কুকুর, ছাগল ও হাঁস-মুরগি হারিয়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে সন্দেহ দানা বাধে।

অবশেষে রবিবার দুপুরে স্থানীয় শ্রমিকদের নজরে পড়ে সন্দেহভাজন দুই ব্যক্তি। তারা ধরা পড়ার পর স্বীকার করে কুকুর চুরি করে কেটে নিজেরাও খেত এবং আশপাশে বিক্রিও করত। শুধু কুকুর নয়, গরু, বিড়াল, এমনকি হাঁস-মুরগির মতো অন্যান্য গৃহপালিত প্রাণীও চুরি করে পাচার করত তারা।

খবর পেয়ে ইরানি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে পশু নির্যাতন ও চুরির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

এছাড়াও, এই অপরাধীদের সঙ্গে কোনও বৃহৎ পশু পাচার চক্র জড়িত কি না, তা নিয়েও গভীর অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

Spread the News
error: Content is protected !!