সাত কোটির মাদক সহ দুই জোড়া দম্পতি ও এক যুবক আটক কাছাড় পুলিশের
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ আগস্ট : পৃথক পৃথক অভিযানে সাত কোটি টাকার মাদক সহ দুই জোড়া দম্পতি ও এক যুবক আটক করল কাছাড় পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড় পুলিশের একটি বিশেষ দল কাছাড় জেলার সোনাবাড়িঘাট ও লক্ষীপুর থানা আন্তর্গত মারকুলিন এলাকার দুইটি পৃথক পৃথক স্থানে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণে হেরোইন সহ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করল পুলিশ। পাশাপাশি পাঁচ পাচারকারীকে আটক করে পুলিশ।
পুলিশ পাঁচ জনের কাছ থেকে ২১৬ গ্রাম হেরোইন ও ২০হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটকরা হল আয়েশা বেগম চৌধুরী, স্বামী জালাল আহমেদ চৌধুরী, রবিজুল আলি চৌধুরী ও তার স্ত্রী মুসলিমা বেগম মজুমদার। তাদের বাড়ি ধলাইয়ের নারায়নপুর। লালপুর সিংসিত। তার বাড়ি কার্বি আংলঙের কুকিবস্তি মনজা তিনি আলিতে।
উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট ও হেরোইনের বাজার মূল্য অনুমানিক ৭ কোটি টাকা হবে বলে জানান সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো। তিনি আরও বলেন বহিঃরাজ্য থেকে মাদক পাচারের উদ্দেশে নিয়ে আসা হয়েছিল কাছাড় জেলায়।