ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে শনি মন্দিরে মূর্তি ভাঙচুর ও চুরি কাণ্ড, আটক দুই
বরাক তরঙ্গ, ১৭ অগাস্ট : চব্বিশ ঘণ্টার মধ্যেই শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে শনি মন্দিরে মূর্তি ভাঙচুর ও চুরি কাণ্ডের সঙ্গে জড়িত দুই চোরকে আটক করল পুলিশ। আটক দুই চোর হল অনিক দাস ও পল্লব দাস। তাদের কাছ থেকে শনি মন্দির থেকে চুরি করে নিয়ে যাওয়া সোনার অলঙ্কার ও রূপার অলংকার উদ্ধার করে কাছাড় পুলিশ।

অনিকের ঘর চাতলাবস্তি পিএইচইটিলা ও পল্লবের শিলকুড়িতে। রবিবার সাংবাদিক বৈঠক করে আটকের বিষয়টি জানিয়েছেন সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাত্তা। তিনি বলেন, এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত থাকলে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান করা হবে। এসএসপি জানান তাদের কাছ থেকে একটি সোনার চেন, প্রতিমার সোনালী চোখ ও দুটি রূপার ব্রেসলেট উদ্ধার করা হয়।

শুক্রবার রাতে শিলচর শহরের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এলাকায় অবস্থিত শনি মন্দিরে সংঘটিত হল দুঃসাহসিক চুরির ঘটনা। চোরের দল মন্দিরের গেট ভেঙে ভেতরে প্রবেশ শনি ঠাকুরকে প্রণাম জানিয়ে লুটপাট চালায়। শনিবার সকালে পূজা দিতে আসা ভক্তরা ঘটনাটি প্রত্যক্ষ করে শনি মন্দিরের কমিটির পক্ষ থেকে রাঙ্গিরখাড়ি আউট পোস্টে চুরির মামলা দায়ের করেন।