আরও দুই সন্ন্যাসী গ্রেফতার

১ ডিসেম্বর : চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর থেকেই দিনদিন উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। এই আবহেই বাংলাদেশে নতুন করে গ্রেফতার করা হয়েছে আরও দুই সন্ন্যাসীকে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে একথা জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। চিন্ময় কৃষ্ণ যে মামলায় গ্রেফতার হয়েছেন, সেই সংক্রান্ত চলমান তদন্তে সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে গ্রেপ্তার হওয়া দুই সন্ন্যাসীকে। তবে মামলাগুলি সম্পর্কে স্পষ্ট কোনও বিবরণ দেয়নি পুলিশ।

চট্টগ্রামে নতুন করে গ্রেপ্তার হওয়া দুই সন্ন্যাসী হলেন রুদ্রপ্রতি কেশব দাস এবং রঙ্গনাথ শ্যামসুন্দর দাস। তাঁরাও প্রবর্তক সংঘের সদস্য বলে জানা গিয়েছে। এই দুই সন্ন্যাসীই চট্টগ্রামের জেলে থাকা চিন্ময় কৃষ্ণকে খাবার, ওষুধ এবং কিছু টাকা দিতে গিয়েছিলেন। কিন্তু সেখানে যাওয়ার পর তাঁদেরও গ্রেফতার করা হয়। এপ্রসঙ্গে প্রবর্তক সংঘের অধ্যক্ষ স্বতন্ত্র গৌরাঙ্গ দাস বলেন, ‘আমি একটি ভয়েস রেকর্ডিং থেকে জানতে পেরেছি যে জেলে চিন্ময় কৃষ্ণকে খাবার দিতে গিয়ে আমাদের দু’জন সদস্য গ্রেফতার হয়েছেন। রেকর্ডিংয়ে গ্রেপ্তার হওয়া সদস্যরা জানিয়েছে, কোতোয়ালি থানা থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। পরে তাঁদের জেলে নিয়ে যাওয়া হয়।’

আরও দুই সন্ন্যাসী গ্রেফতার
Spread the News
error: Content is protected !!