জালুকবাড়িতে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ, গ্রেফতার দুই নাবালক

বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : গুয়াহাটির জালুকবাড়ি এলাকায় ১৩ বছরের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। প্রতিবেদন অনুসারে, ১ জানুয়ারি, জলুকবাড়ির কৈলাশপুরের চারজন লোক কিশোরীকে অপহরণ করে এবং কাছের একটি হোটেলে নিয়ে যায়, যেখানে তারা তাকে গণধর্ষণ করে বলে অভিযোগ।

অভিযুক্ত সুন্দরবাদির বাসিন্দা। পরে কিশোরীকে তার বাড়ির কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। কিশোরীকে উদ্ধারের পর পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর তদন্ত শুরু হয়। অভিযুক্তদের মধ্যে দুজন নাবালককে গ্রেফতরর করা হলেও বাকি দুজন এখনও পলাতক। পকসো আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আরও তদন্ত চলছে। উত্তর এগিয়ে দিন একটি প্রতিক্রিয়া যোগ করুন।

জালুকবাড়িতে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ, গ্রেফতার দুই নাবালক
Spread the News
error: Content is protected !!